ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা
https://parstoday.ir/bn/news/world-i154116-ইরানের_পারমাণবিক_স্থাপনায়_হামলা_ইতিহাসের_এক_নজিরবিহীন_ঘটনা
পার্সটুডে-ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান জোর দিয়ে বলেছেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে হামলা চালানো একটি স্পষ্ট অপরাধ। তারপরও ইরানিরা সেই জাতি যারা সমস্ত হুমকি এবং চাপ সত্ত্বেও শান্তিপূর্ণ পারমাণবিক জ্ঞান অর্জনের ওপর জোর দেয়।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ১৭, ২০২৫ ১২:৪১ Asia/Dhaka
  • ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি
    ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি

পার্সটুডে-ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান জোর দিয়ে বলেছেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকে হামলা চালানো একটি স্পষ্ট অপরাধ। তারপরও ইরানিরা সেই জাতি যারা সমস্ত হুমকি এবং চাপ সত্ত্বেও শান্তিপূর্ণ পারমাণবিক জ্ঞান অর্জনের ওপর জোর দেয়।

ইরানের ভাইস প্রেসিডেন্ট ও আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামী রোববার আল-মাসিরাহ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ এবং বৈজ্ঞানিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা ইতিহাসে নজিরবিহীন।

পার্সটুডে জানিয়েছে, ইসলামি আরও বলেন, তাদের আক্রমণের প্রকৃতি এবং সময় স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের বৈজ্ঞানিক অগ্রগতির বিরুদ্ধে যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে।

পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতার জন্য ইসরায়েল হুমকি

পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের সমালোচনা এবং বিক্ষোভের ক্রমবর্ধমান ঢেউ অব্যাহত রয়েছে। এরমধ্যে যুক্তরাজ্যের প্রাচীনতম ছাত্র সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন, তার সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে এক নম্বর হুমকি হিসেবে তুলে ধরেছেন। সেখানে ১১৩ জনের বিরুদ্ধে ২৬৫ জন ভোট দিয়েছে। তারা এমন একটি পরিকল্পনার পক্ষে ভোট দিয়েছে যেখানে ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে দৃঢ় বিরোধিতা করেছে হামাস

ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) একটি বিবৃতিতে ঘোষণা করে যে, ফিলিস্তিনি গোষ্ঠী এবং বাহিনী জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবের খসড়া সম্পর্কে একটি স্মারকলিপি জারি করেছে। তারা জোর দিয়ে বলেছে, এই স্মারকলিপিতে তারা মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতার করেছে।

মাদুরো আমেরিকার কাছে: প্রথমে নিজেকে বাঁচান

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একটি জনসভায় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব শাসন করতে চায় কিন্তু তারা ৪ কোটি গৃহহীন আমেরিকানদের কথা ভাবে না। প্রতিদিন খাওয়ার জন্য পর্যাপ্ত খাবার না পাওয়া লক্ষ লক্ষ আমেরিকানদের কথা কেউ ভাবে না। যাদের সন্তানদের শিক্ষার সুযোগ নেই, তাদের কথা কেউ ভাবে না। তিনি মাদকাসক্ত ৩৫ মিলিয়নেরও বেশি আমেরিকান নাগরিকের ভয়াবহ পরিস্থিতির কথাও তুলে ধরেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আমেরিকার অস্ত্র দিয়ে 'বিশ্বকে বাঁচানোর' অভিপ্রায়ের সমালোচনা করেন এবং দৃঢ়ভাবে বলেন, 'আগে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেকে বাঁচাও।'

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীর মনোবল সর্বনিম্ন স্তরে

ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে কৌশলগত শহর পোকরোভস্কে রাশিয়ান সেনাবাহিনীর সম্ভাব্য জয়ের কথা উল্লেখ করে লিখেছে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীর মনোবল বর্তমানে সর্বনিম্ন স্তরে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে যে প্রায় ১৭ মাস ধরে যুদ্ধের পর, রাশিয়া ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহর মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছেছে। তিনি আরও বলেছেন, 'এই শহরের বড় ক্ষতি যুদ্ধের মাঝে ইউক্রেনীয়দের মনোবল এবং ঐক্যের ওপর গুরুতর আঘাত হানতে পারে।'#

পার্সটুডে/জিএআর/১৭