এখন থেকে ভারতের নাগরিকদের ইরান ভ্রমণে ভিসা নিতে হবে
দিল্লিস্থ ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২২ নভেম্বর ২০২৫ থেকে ইরান ভ্রমণ করতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের অবশ্যই ভিসা নিতে হবে। এর আগে, আকাশপথে ইরান ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের ইসলামী প্রজাতন্ত্রে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন ছিল না।
ফার্স নিউজ জানিয়েছে, ভারতীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য একতরফা ভিসা ছাড় সুবিধা ২২ নভেম্বর ২০২৫ থেকে স্থগিত করা হয়েছে। এই তারিখ থেকে ইরানে প্রবেশ বা ইরান দিয়ে ট্রানজিট করতে ভারতীয় নাগরিকদের অবশ্যই ভিসা নিতে হবে।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "মানব পাচারকারী চক্রের কর্মকাণ্ড বন্ধ করাই ইরানের এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে দালালচক্র বহু ভারতীয়কে ভুয়া চাকরির লোভ দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, "অনেককে বলা হয়েছিল ইরানে গেলে উচ্চ বেতনের চাকরির সুযোগ রয়েছে, কিংবা সেখান থেকেই সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপের পথে যাওয়া যাবে। কিন্তু বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছে মানব পাচারকারীরা।"
এই বিজ্ঞপ্তিতে ইরান ভ্রমণের ইচ্ছুক ভারতীয় নাগরিকদেরকে সতর্ক থাকতে এবং এমন যেকোনও ট্র্যাভেল এজেন্সি এড়িয়ে চলতে জোরালোভাবে পরামর্শ দেওয়া হয়েছে, যারা ভিসা ছাড়াই ভ্রমণ বা তৃতীয় দেশে যাওয়ার জন্য ইরানের মধ্য দিয়ে যাওয়ার প্রস্তাব দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর তারিখে ইরান সরকারের এক সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা প্রতি ছয় মাসে একবার ভিসা ছাড়া ইরানে প্রবেশ করে ১৫ দিন অবস্থান করতে পারতেন। তবে এই ১৫ দিনের সময়সীমা বাড়ানো যেত না এবং সুবিধাটি শুধুমাত্র পর্যটকদের জন্য প্রযোজ্য ছিল। এছাড়া দীর্ঘমেয়াদি বা বারবার ভ্রমণ কিংবা অন্যান্য ধরনের ভিসার ক্ষেত্রে ইরানের দূতাবাস থেকেই ভিসা নিতে হতো। একইসঙ্গে এই সুবিধা শুধু আকাশপথে আগত যাত্রীদের জন্য ছিল। তবে মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ায় সেই সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইরান।#
পার্সটুডে/এমএআর/১৮