মে ১৪, ২০২৪ ১৯:০৮ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

কোনও তথ্য-প্রমাণ ছাড়া যারা তৃণমূল কংগ্রেসকে ‘চোর’ বলে কটাক্ষ করছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ (মঙ্গলবার) শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভায় তিনি এই হুমকি দেন। মমতা বলেন, ‘‘রোজ বলছে তৃণমূল চুরি করেছে। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞাসা করুন। আমি আদালতে যাচ্ছি মানহানির মামলা করতে।'

তিনি আরও বলেন, 'আমি এবার আর ছাড়ার পাত্রী নই। আমি ধরব, ভালো করে আঁটোসাঁটো করে ধরব। আপনার নামে কোনও প্রমাণ নেই, তথ্য নেই। চোর বানিয়ে দেব! জীবনে একটা চা কারও কাছ থেকে খাইনি।’

মমতা বলেন, ‘‘আমি সাত বারের সাংসদ ছিলাম, কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। তিন বারের মুখ্যমন্ত্রী রয়েছি। আমি পেনশন এবং বেতন বাবদ ৩ লক্ষ টাকা পেতে পারি মাসে। ১৩ বছরে কয়েক কোটি টাকা দাঁড়াচ্ছে। কিন্তু আমি টাকা নিইনি। আমার নিজের সাদা টাকা নিইনি।’’

এর পরেই হুঁশিয়ারি দিয়ে মমতা আবারও বলেন, ‘‘আমার নামে সিবিআই মামলা করেছিল। বদমাইশের গাছগুলো। যে দিন ওদের গাছে বেঁধে ভালো করে আদর করতে পারব, সে দিন বুঝবে মিথ্যা বলার কী দাম।’’

একই সঙ্গে তাঁর সরকারের বিরুদ্ধে কুড়ি হাজার কোটি টাকা চুরির অভিযোগ তোলার জন্য শ্রীরামপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে ‘লুটেরা’ পার্টি বলেও কটাক্ষ করেছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ