মে ০৭, ২০২৪ ১৮:২৩ Asia/Dhaka

মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফাহ ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। রাফাহ শহরের আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলার পর আজ সকালে ইসরাইলি ট্যাংকগুলো ক্রসিং দখল করে নেয়।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গতরাতে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পেশ করা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরেও তেল আবিব বলেছে যে, তারা রাফাহ শহরে অভিযান চালিয়ে যাবে।

গতরাতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কিছুক্ষণ পরই ইসরাইলি যুদ্ধবিমান রাফাহ শহরে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। যুদ্ধবিরতির প্রস্তাবে নিজেদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে ইসরাইল। সোমবার দিবাগত রাতে বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  

আজ (মঙ্গলবার) সকালে রাফা ক্রসিংয়ের গাজান এলাকাটি দখল করে নেয় ইসরাইলি সেনাবাহিনীর ৪০১তম আর্মড বিগ্রেড। এতে মিশরের সাথে সংযুক্ত পূর্ব রাফাহ'র সালাহউদ্দিন ক্রসিংটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দখলদার ইসরাইলি বাহিনী বলছে, তারা সংশ্লিষ্ট এলাকাগুলোর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে যেখান থেকে কারো পক্ষে সীমান্ত পার হওয়া আপাতত সম্ভব নয়। 

ইসরাইলি সামরিক বাহিনী প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, তারা ইসরাইলি পতাকাবাহী একটি সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে রাফাহ সীমান্তে প্রবেশ করছে।

রাফাহ ক্রসিং ছিল একমাত্র পথ যেখান দিয়ে ইসরাইলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ