পূর্ব জেরুজালেমে হামাস সদস্যের প্রতিশোধমূলক হামলার প্রশংসায় হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i100320
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্য অধিকৃত আল-কুদস শহরে যে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছেন তাকে ইসরাইলি ক্রমবর্ধমান অপরাধযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ বলে অভিহিত করেছে লেবাননের হিজবুল্লাহ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ২২, ২০২১ ১৮:৩১ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদের এই প্রবেশপথে রোববার সকালের প্রতিশোধমূলক হামলা হয়; নিহত ফিলিস্তিনির লাশ নিয়ে যাওয়ার দৃশ্য
    আল-আকসা মসজিদের এই প্রবেশপথে রোববার সকালের প্রতিশোধমূলক হামলা হয়; নিহত ফিলিস্তিনির লাশ নিয়ে যাওয়ার দৃশ্য

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক সদস্য অধিকৃত আল-কুদস শহরে যে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছেন তাকে ইসরাইলি ক্রমবর্ধমান অপরাধযজ্ঞের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ বলে অভিহিত করেছে লেবাননের হিজবুল্লাহ।

এক বিবৃতিতে এই সংগঠন রোববার সকালে পূর্ব জেরুজালেম আল-কুদসে হামাস সদস্য শেখ ফাদি আবু শাখাইদামের বীরোচিত অভিযানের ভূয়সী প্রশংসা করেছে।  বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে এই অভিযান একথা প্রমাণ করেছে যে, শত্রুর সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধযজ্ঞকে বিনাবাক্যে ছেড়ে দেয়া হবে না।

হামাস সদস্য শেখ ফাদি আবু শাখাইদামের বীরোচিত হামলার পর ঘটনাস্থলে ইসরাইল পুলিশ

ইহুদিবাদী সেনারা রোববার সকালে পূর্ব জেরুজালেম শহরের আল-আকসা মসজিদের অন্যতম প্রবেশদ্বার চেইন গেটের কাছে ৪২ বছর বয়সি এক ফিলিস্তিনিকে গুলি হত্যা করে। ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ফিলিস্তিনি ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করার পর তাকে হত্যা করে ইসরাইলি পুলিশ। পরবর্তীতে তাকে পূর্ব জেরুজালেম শহরের শুয়াফাত শরণার্থী শিবিরের অন্যতম হামাস নেতা হিসেবে শনাক্ত করা হয়।

ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ওই ফিলিস্তিনির প্রতিশোধমূলক হামলায় দুই ইসরাইলি পুলিশসহ চারজন ইহুদিবাদী আহত হয়। ওই ঘটনার পরপরই হামাসের মুখপাত্র হাজিম কাসিম এ ঘটনার প্রশংসা করে একে ফিলিস্তিনি জনগণের ‘ন্যায়সঙ্গত সংগ্রাম’ বলে অভিহিত করেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।