জানুয়ারি ০১, ২০২২ ১১:০৪ Asia/Dhaka
  • ‘ন্যায়বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায়মুক্তির নামান্তর’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদেরকে আদালত খালাস দিয়েছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

ক্যালামার্ড বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খাশোগির হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে।টুইটার বার্তায় তিনি আরো বলেন, “এই খবর আমার জন্য মোটেও বিস্ময়কর ছিল না কারণ, আদালত খাশোগি হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচার করেনি বরং হত্যাকাণ্ডে অংশ নেয়া কয়েকজনকে শাস্তি দিয়েছে। এটি ন্যায়বিচারের প্রতি উপহাস এবং ঘাতকদের দায়মুক্তির নামান্তর।”

গত বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, খাশোগির হত্যাকারীরা রিয়াদের বিলাসবহুল ভিলাগুলোতে বসবাস করছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। সে সময় বিভিন্ন দলিল-প্রমাণ উপস্থাপন করে তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো স্থির সিদ্ধান্ত দিয়েছিল যে, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের প্রত্যক্ষ নির্দেশে এ হত্যকাণ্ড ঘটেছে।

সৌদি আরবের একটি উচ্চ আদালত ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জামাল খাশোগিকে হত্যা করার দায়ে পাঁচ ব্যক্তির ফাঁসির দণ্ড লঘু করে যাবজ্জীবন কারাদাণ্ড দিয়েছে। ২০১৯ সালে ওই পাঁচ ব্যক্তিকে একটি নিম্ন আদালত ফাঁসির আদেশ দিয়েছিল।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ