ইয়েমেনিদের হামলায় আমিরাতি ভাড়াটে গেরিলাদের ব্যাপক ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/west_asia-i102442-ইয়েমেনিদের_হামলায়_আমিরাতি_ভাড়াটে_গেরিলাদের_ব্যাপক_ক্ষয়ক্ষতি
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে তৎপর সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সন্ত্রাসীদের ওপর জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিনের অভিযানে ইয়েমেনি যোদ্ধারা ওই প্রদেশের কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১২, ২০২২ ২০:৩৬ Asia/Dhaka
  • জেনারেল সারিয়ি
    জেনারেল সারিয়ি

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে তৎপর সংযুক্ত আরব আমিরাতের ভাড়াটে সন্ত্রাসীদের ওপর জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সামরিক বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিনের অভিযানে ইয়েমেনি যোদ্ধারা ওই প্রদেশের কয়েকশো বর্গ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আজ (বুধবার) এক বিবৃতিতে এ তথ্য জানান

তিনি বলেন, সাম্প্রতিক অভিযানে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত ৫১৫ জন গেরিলা ও দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে। এরমধ্যে শীর্ষ পর্যায়ের কয়েকজন গেরিলা কমান্ডার ছিল। অভিযানে ৮৫০ জন আহত হয়েছে বলে জেনারেল সারিয়ি জানানতিনি আরো জানান, ইয়েমেনি যোদ্ধাদের অভিযানের সময় আমিরাত সমর্থিত ২০০ গোরিলা নিখোঁজ হয়েছে

আমিরাত সমর্থিত গেরিলা কমান্ডার মাজদি আল-রাদফানি (ডানে) সাম্প্রতিক অভিযানে নিহত হয়েছে

ইয়েমেনি সেনাদের হামলায় আমিরাতের মদদপুষ্ট গেরিলাদের ১০২টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। একইসাথে বহুসংখ্যক বিশাল আকারের উন্নত কামানও ধ্বংস হয়#

পার্সটুডে/এসআইবি/১২