ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৯:০৭ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ক্রোক ও ধ্বংসের মানে হচ্ছে ইহুদিবাদী ইসরাইল তার বর্ণবাদী নীতি থেকে সরে আসেনি।

তিনি আজ (শনিবার) ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদীদের বর্ণবিদ্বেষী আচরণের নিন্দা জানিয়ে আরও বলেন, বায়তুল মুকাদ্দাসের শেখ জাররাহ এলাকা থেকে জোর করে ফিলিস্তিনিদের বের করে দেওয়া হচ্ছে। এটা ইসরাইলের বর্ণবাদী আচরণ পুরোদমে অব্যাহত থাকার প্রমাণ।

ইরান ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে বলে জানান খাতিবজাদে।

তিনি বলেন, ইসরাইলকে আইনের প্রতি শ্রদ্ধা জানাতে বাধ্য করতে ইরান বিশ্ব সমাজ ও আন্তর্জাতিক সমাজের সহযোগিতা কামনা করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর ইশতেহারের প্রতি ভ্রুক্ষেপ না করে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বিক সমর্থনে ইহুদিবাদী ইসরাইল নতুন নতুন উপশহর নির্মাণসহ ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন অব্যাহত রেখেছে।

২০১৬ সালে অনুমোদিত এই ইশতেহারে উপশহর নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ