‘প্রতিবেশীদের বিরুদ্ধে কোনো রকমের হুমকি সৃষ্টির সুযোগ দেবে না ইরাক’
https://parstoday.ir/bn/news/west_asia-i105364-প্রতিবেশীদের_বিরুদ্ধে_কোনো_রকমের_হুমকি_সৃষ্টির_সুযোগ_দেবে_না_ইরাক’
ইরাকের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হাকিম আল-জামিলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী কোনো দেশের ওপর হুমকি সৃষ্টি করে- এমন কোনো তৎপরতা চালানোর জন্য তার দেশের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না বাগদাদ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৮, ২০২২ ০৯:১১ Asia/Dhaka
  • হাকিম আল-জামিলি
    হাকিম আল-জামিলি

ইরাকের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হাকিম আল-জামিলি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী কোনো দেশের ওপর হুমকি সৃষ্টি করে- এমন কোনো তৎপরতা চালানোর জন্য তার দেশের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না বাগদাদ।

তিনি সুস্পষ্ট করে বলেছেন, আমাদের প্রতিবেশী কোনো দেশের ওপর হুমকি সৃষ্টির জন্য কোনো বিদেশী গোয়েন্দা সংস্থা কিংবা কোনো দেশের সামরিক বাহিনীকে তৎপরতা চালানোর সুযোগ দেয়া হবে না।

জামিলি জানান, কুর্দিস্তানে মোসাদের ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তদন্ত করার জন্য সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।

ইরাকের উত্তরাঞ্চলীয় স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে তৎপর ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের ঘাঁটিতে ইরানের ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ ঘটনা তদন্তে ইরাকের জাতীয় সংসদ একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।

গত শনিবার রাত ১টা ২০ মিনিটের সময় আইআরজিসি কুর্দিস্তানের এরবিলে মোসাদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ১২টি ফতেহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছে যার মধ্যে দুজন শীর্ষ পর্যায়ের মোসাদ কর্মকর্তা রয়েছে। এছাড়া, আহত সাতজনের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮