লেবাননের নতুন সংসদে হিজবুল্লাহপন্থীদের আসন সংখ্যা ৭৭
https://parstoday.ir/bn/news/west_asia-i108284
লেবাননের নতুন সংসদে হিজবুল্লাহ এবং এর মিত্রদের ৭৭টি আসন রয়েছে বলে জানিয়েছেন এই সংগঠনের উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম। গত সপ্তাহে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির সংসদে মোট ১২৮টি আসন রয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২৩, ২০২২ ১৫:১৯ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের নতুন সংসদে হিজবুল্লাহ এবং এর মিত্রদের ৭৭টি আসন রয়েছে বলে জানিয়েছেন এই সংগঠনের উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম। গত সপ্তাহে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির সংসদে মোট ১২৮টি আসন রয়েছে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব আরও বলেছেন, প্রতিরোধ সংগ্রাম ইস্যুতে সমমনা সব সংসদ সদস্যকে গণনা করলে সংসদে আমাদের আসন সংখ্যা ৭৭ জনে পৌঁছায়। তিনি বলেন, 'আমাদের সঙ্গে মধ্যপন্থী, স্বতন্ত্র এবং সিভিল সোসাইটির ঐসব সদস্যের সম্পর্ক রয়েছে যারা বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে যুক্ত নন।'

শেইখ নায়িম কাসেম বলেন, যারা মনে করেন সংসদে হিজবুল্লাহর অবস্থানে ব্যাপক পরিবর্তন এসেছে তারা ভুল করছে।

সমমনা সব দল ও সংগঠনের সঙ্গে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক ও যোগাযোগ রয়েছে বলে জানান হিজবুল্লাহর এই নেতা।

তিনি বলেন, সব দল ও জোটের উচিত হবে সংসদে সংকট সৃষ্টির পথ পরিহার করা। সংসদ স্পিকার হিসেবে যে কেউ নির্বাচিত হতে পারেন। তবে হিজবুল্লাহর সমর্থন রয়েছে নাবি বেরির প্রতি।

লেবাননে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে এবারের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরও হিজবুল্লাহর নেতৃত্বাধীন জোট সংসদে নিজেদের শক্তিশালী অবস্থান অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।