ইসরাইল মসজিদুল আকসা ধ্বংস করতে পারে: বায়তুল মুকাদ্দাসের মুফতির আশঙ্কা
https://parstoday.ir/bn/news/west_asia-i109422
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের মুফতি শেইখ মুহাম্মাদ হোসেইন বলেছেন, ইহুদিবাদীরা মসজিদুল আকসা ধ্বংস করে দিতে পারে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৮, ২০২২ ১৮:৩৯ Asia/Dhaka
  • মসজিদুল আকসা
    মসজিদুল আকসা

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের মুফতি শেইখ মুহাম্মাদ হোসেইন বলেছেন, ইহুদিবাদীরা মসজিদুল আকসা ধ্বংস করে দিতে পারে।

মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। এছাড়া মসজিদুল আকসা হয়েই মহানবী (সা.)  ঊর্ধ্বাকাশে গিয়েছিলেন। এসব নানা কারণে এই মসজিদটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের।

সম্প্রতি ইহুদিবাদীরা বায়তুল মুকাদ্দাসে পতাকা মিছিল করেছে। কোনো কোনো ইহুদি সংস্থা বলেছে, বায়তুল মুকাদ্দাসে পতাকা মিছিলের দিনটি হচ্ছে মসজিদুল আকসার কুব্বাত আস সাখরা ধ্বংসের সূচনার দিন। কুব্বাত আস সাখরা মুসলমানদের একটি প্রাচীন নিদর্শন।

এ অবস্থায় বায়তুল মুকাদ্দাসের মুফতি আরও বলেছেন, ইসরাইলি পার্লামেন্টের অনেক সদস্য স্পষ্টভাবেই মসজিদুল আকসা ধ্বংসের ইচ্ছা প্রকাশ করেছেন। তারা সেখানে সোলাইমান উপাসনালয় নির্মাণ করতে চায়।

তিনি বলেন, মসজিদুল আকসা ভাঙার ব্যাপারে ইহুদিবাদীদের নানা বক্তব্য উদ্বেগজনক। তারা এর আগে মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। ভবিষ্যতে তারাই মসজিদটি ধ্বংস করে ফেলতে পারে। তবে ফিলিস্তিনিরা এ ধরণের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না বলে জানান মুফতি শেইখ মুহাম্মাদ হোসেইন।#   

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।