‘ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে’
কাতার বিশ্বকাপে প্রমাণিত হয়েছে ইসরাইলের অস্তিত্ব নড়বড়ে: হিজবুল্লাহ
বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে কাতারে অবস্থানরত আরব ক্রীড়াপ্রেমীরা ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলোর সংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
আর এ ঘটনাকে দখলদার ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দালন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নায়িম কাসেম।
তিনি বলেন, আরব নাগরিকরা প্রমাণ করেছেন তারা ইসরাইলের সঙ্গে কোনো কোনো আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীরণ মেনে নেননি এবং তারা ইসরাইলের অস্তিত্বই স্বীকার করেন না। ইহুদিবাদীদের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত সব ধরনের প্রতিরোধ সংগ্রাম চলবে বলেও মন্তব্য করেন নায়িম কাসেম।
কাতার বিশ্বকাপ ফুটবল কভার করতে যাওয়া ইসরাইলি সাংবাদিকরা সম্প্রতি বলেছেন, তারা কাতারে গিয়ে আরব ফুটবলপ্রেমীদের তীব্র ঘৃণা ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন। আরবরা নিজেদের সঙ্গে ফিলিস্তিনি পতাকা বহন করছেন এবং ইহুদিবাদী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানাচ্ছেন।
এ সম্পর্কে হিজবুল্লাহর উপ প্রধান সোমবার এক টুইটার বার্তায় বলেন, “আরব নাগরিকরা ইসরাইলি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে যে অস্বীকৃতি জানাচ্ছেন তাতে প্রমাণিত হয় যে, তারা ইসরাইলের সঙ্গে কোনো কোনো আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি মেনে নেননি। এছাড়া, আরব নাগরিকরা যে তাদের ভূখণ্ডে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্বই মেনে নেননি সেকথাও তাদের আচরণে প্রমাণিত হয়েছে।”#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।