ইসরাইলের সঙ্গে মাতৃভূমি ভাগাভাগি করবে না ফিলিস্তিনিরা: ইসলামি জিহাদ
-
খালিদ আল বাতাশ
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মাতৃভূমি ভাগাভাগি করবে না ফিলিস্তিনিরা।
সংগঠনটির রাজনৈতিক দপ্তরের সদস্য খালিদ আল-বাতাশ বুধবার রাতে বলেছেন, ইহুদি উপশহর বিস্তারের লক্ষ্যে পশ্চিম তীরে দখলদারদের হামলা বৃদ্ধি, বায়তুল মুকাদ্দাসে হামলা চালিয়ে সেখানকার অধিবাসীদের বিতাড়ন এবং লেবানন ও গাজার বিরুদ্ধে নানা তৎপরতা থেকে এটা স্পষ্ট প্রতিরোধ সংগ্রামের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এ অবস্থায় প্রতিরোধ সংগ্রাম পুরোদমে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা যাতে তাদের মাতৃভূমিতে ফিরতে পারে সে লক্ষ্যে সংগ্রাম চলবে। মাতৃভূমি কারো সঙ্গে ভাগাভাগি হবে না।
যেসব আরব দেশ দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে তাদেরকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন খালিদ আল বাতাস।
তিনি বলেন, সব দেশের উচিত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া বন্ধ করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা।
তিনি সব ফিলিস্তিনিকেও মুক্তি আন্দোলন ও প্রতিরোধ সংগ্রামের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দিয়ে যেতে অনুরোধ করেন।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।