যুদ্ধের ময়দানের মতো দেশ পুনর্গঠনেও সিরিয়ার সঙ্গে থাকবে ইরান: প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/west_asia-i118862-যুদ্ধের_ময়দানের_মতো_দেশ_পুনর্গঠনেও_সিরিয়ার_সঙ্গে_থাকবে_ইরান_প্রেসিডেন্ট_রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত। ইরান প্রতিরোধের সময় যেভাবে সিরিয়াকে সহযোগিতা করেছে ঠিক সেভাবেই দেশটির পুনর্গঠনেও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৪, ২০২৩ ১৯:৪৬ Asia/Dhaka
  • যুদ্ধের ময়দানের মতো দেশ পুনর্গঠনেও সিরিয়ার সঙ্গে থাকবে ইরান: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত। ইরান প্রতিরোধের সময় যেভাবে সিরিয়াকে সহযোগিতা করেছে ঠিক সেভাবেই দেশটির পুনর্গঠনেও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাবে।

ইরান দেশটির জনগণের সঙ্গে রয়েছে বলে জানান রায়িসি।

আজ (মঙ্গলবার) রাজধানী তেহরানে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। রায়িসি আরও বলেছেন, ইরান ও সিরিয়ার মধ্যে সম্পর্কের ভিত্তি হচ্ছে অভিন্ন বিশ্বাস ও প্রতিরোধের চেতনা।

এ সময় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাস বলেন, সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইরান। এই ইরানের সমর্থন ও সহযোগিতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে।

প্রতিরোধ ফ্রন্ট ভবিষ্যতে আরও বেশি শক্তি অর্জনের মাধ্যমে নয়া বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।