ফিলিস্তিনি জনগণকে আশা যুগিয়েছে আন্তর্জাতিক কুদস দিবস: তুর্কি জেনারেল
(last modified Thu, 13 Apr 2023 03:27:10 GMT )
এপ্রিল ১৩, ২০২৩ ০৯:২৭ Asia/Dhaka
  • লে. জেনারেল ইসমাইল হাক্কি পেকিন
    লে. জেনারেল ইসমাইল হাক্কি পেকিন

নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের অবিচল সমর্থনের ভুয়সী প্রশংসা করেছেন তুরস্কের সাবেক সেনা গোয়েন্দা প্রধান লে. জেনারেল ইসমাইল হাক্কি পেকিন। তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে ঘোষিত বিশ্ব কুদস দিবস ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে এবং তাদের মধ্যে আশা সঞ্চার করেছে।

‌ইরানের ভিডিও বার্তা সংস্থা ‘ইরান প্রেস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইরানসহ সারাবিশ্বের মুসলিম জনগোষ্ঠী যখন আগামীকাল (শুক্রবার) আন্তর্জাতিক কুদস দিবস পালন করতে যাচ্ছে যখন এ সাক্ষাৎকার দিলেন জেনারেল পেকিন।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের নিরবচ্ছিন্ন বর্বরতার মোকাবিলায় ফিলিস্তিনি জাতিকে আত্মরক্ষা করার শক্তি ও প্রেরণা যুগিয়েছে ইরান। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রেও ইরান অনস্বীকার্য ভূমিকা পালন করছে বলে সাবেক এই তুর্কি নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেন।

তুরস্কের সাবেক সেনা গোয়েন্দা প্রধান বলেন, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনিরা চরম অসহায় অবস্থার মধ্যে ছিল।সে সময় মার্কিন সমর্থন নিয়ে ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে একের পর এক সামরিক অভিযান চালাত।

কিন্তু ইরান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করলেন পরিস্থিতি পাল্টে যায় বলে জেনারেল পেকিন মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে গাজা উপত্যকা ও পশ্চিম তীর-ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে সারাবিশ্বে প্রথম আন্তর্জাতিক কুদস দিবস পালন শুরু হয়। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার দিবসটি পালিত হয়।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ