মে ০৪, ২০২৩ ১৭:২৮ Asia/Dhaka
  • ইসরাইল এখন ইতিহাসের সবচেয়ে অপমানজনক অবস্থায় পড়েছে: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান ইসমাইল কায়ানি বলেছেন, দখলদার ইসরাইল ইতিহাসে আর কখনোই এত বেশি অপমানজনক অবস্থায় পড়েনি। ফিলিস্তিনি তরুণরা তাদেরকে উচিৎ শিক্ষা দিচ্ছে।

তিনি আরও বলেছেন, ইসলামি ইরান মজলুমদের পক্ষে কাজ করে। নানা গুরুত্বপূর্ণ ঘটনায় ফিলিস্তিনিদের সমর্থন দিয়েছে তেহরান। ইসরাইল এখন চরম দুরবস্থায় পড়েছে।

ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেন, প্রতিরোধের সংস্কৃতির প্রভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরে এখন কোনো কোনো দিন দখলদারদের বিরুদ্ধে ৩০টি হামলার ঘটনাও ঘটে। তবে ইসরাইলি গণমাধ্যম এসব ঘটনাকে আড়ালে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেনারেল কায়ানি আরও বলেন, ফিলিস্তিনের সাহসী তরুণের এখন মাঠে নেমেছে, তারা মৃত্যুকে ভয় করছে না। গোটা অঞ্চলে পরিবর্তনের পেছনে রয়েছে প্রতিরোধ। আমেরিকাও এখন প্রতিদিনই অধঃপতনের দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের নানা আলামত স্পষ্ট হয়ে উঠেছে।#  

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ