বদলা নিল রাশিয়া: ইউক্রেনে চার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা
https://parstoday.ir/bn/news/event-i149746
ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, আজ (শুক্রবার) ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী এবং দেশটির অন্যান্য অংশে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৬, ২০২৫ ২০:৫৪ Asia/Dhaka
  • বদলা নিল রাশিয়া: ইউক্রেনে চার শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা

ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, আজ (শুক্রবার) ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী এবং দেশটির অন্যান্য অংশে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, এই হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। হামলায় ৪০০টিরও বেশি ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

রাজধানী কিয়েভ ছাড়াও লুতৎস্ক শহর এবং তেরনোপোলি অঞ্চলে আঘাত হেনেছে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছে, সব হামলাই হয়েছে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী উচ্চ-নির্ভুলতার দূরপাল্লার আকাশ, সমুদ্র এবং স্থলভিত্তিক অস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে একটি বিশাল হামলা চালিয়েছে।

গত সপ্তাহে রাশিয়ার অন্তত চারটি বিমানঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় রুশ বিমানবাহিনীর ৪০টির বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ইউক্রেন। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তার দেশ এ হামলার বদলা নেবে। এরপরই আজ শুক্রবার ভোরবেলা রাশিয়ার হামলায় কেঁপে ওঠে ইউক্রেন।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।