সিরিয়ায় বোমা বিস্ফোরণে পাঁচ সেনা নিহত, আহত এক: তদন্ত শুরু
সিরিয়ার দেইর আযযোর এলাকার উপকণ্ঠে সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা অতিক্রম করার সময় হাতে তৈরি বোমার বিস্ফোরণে পাঁচ সেনা নিহত এবং এক সেনা কর্মকর্তা আহত হয়েছে।
সিরিয়া সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা স্পুতনিক জানিয়েছে, সেনাবাহিনীর একটি সাজোয়া গাড়ি আয়াশ উপশহরের কাছে উপস্থিত হলে হাতে তৈরি ওই বোমার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে দ্রুত একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিস্ফোরণের পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকা ঘিরে রাখে এবং এ সন্ত্রাসী হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে।
আমেরিকা ও সৌদি সমর্থিত দায়েশ সন্ত্রাসীরা ২০১১ সালে সিরিয়ায় ব্যাপক শুরু করেছিল যাতে এ অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য ইসরাইলের অনুকূলে চলে আসে। কিন্তু রাশিয়া ও ইরানের সামরিক বিশেষজ্ঞরা সিরিয়ার পাশে দাঁড়ানোর কারণে সিরিয়া সরকার পতনের হাত থেকে রক্ষা পায়। কিন্তু এখনো সিরিয়ার সেনাবাহিনী প্রায়ই হামলার শিকার হচ্ছে।#
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।