হিরোশিমার মত গাজায় পারমাণবিক গণহত্যা; একজন মার্কিন কংগ্রেসম্যানের ভয়াবহ প্রস্তাব!
(last modified Sun, 25 May 2025 11:04:40 GMT )
মে ২৫, ২০২৫ ১৭:০৪ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন
    মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইন

প্রখ্যাত আরব বিশ্ব বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান একজন মার্কিন কংগ্রেসম্যানের গাজায় পারমাণবিক বোমা হামলার অনুরোধের কথা উল্লেখ করে এটিকে ওয়াশিংটনের ভ্যাম্পায়ারিজম এবং বর্বরতার শীর্ষে বলে অভিহিত করেছেন।

পার্সটুডে অনুসারে, আরব বিশ্বের বিশ্লেষক রোববার লিখেছেন, মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইনের গাজায় পারমাণবিক বোমা হামলা এবং এর অরক্ষিত জনগণের সম্পূর্ণ ধ্বংসের আহ্বানের কথা উল্লেখ করে বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকির মতো গাজায় পারমাণবিক বোমা হামলার জন্য এই প্রতিনিধির আহ্বান সন্ত্রাসবাদ এবং বর্বরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যে দেশটি নিজেকে মুক্ত বিশ্বের মোড়ল বলে দাবি করে এবং মানবাধিকারের কথা বলে।"

তিনি আরো বলেন: "এই অনুরোধটি তিনটি আরব দেশ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এবং পাঁচ ট্রিলিয়ন ডলার চাঁদাবাজি এবং উপহার হিসেবে অর্ধ বিলিয়ন ডলারের একটি বিমান প্রাপ্তির সাথে মিলে যায়।"

আতওয়ান আরো বলেন: "এই বর্ণবাদী প্রতিনিধি কি জানেন না যে নেতানিয়াহুর গণহত্যার শিকারের সংখ্যা জাপানে বেসামরিক নাগরিকদের উপর পারমাণবিক বোমা হামলার শিকারের সংখ্যার চেয়ে বহুগুণ বেশি?"

তিনি গাজাকে জাপানের সাথে অতুলনীয় হিসেবে উল্লেখ করে আরো বলেন, "পার্ল হারবার এবং এর নৌঘাঁটিতে জাপানি পাইলটদের আত্মঘাতী হামলার প্রতিক্রিয়ায় জাপান মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের অমানবিক পারমাণবিক বোমা হামলার সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল।" গাজা কি আত্মঘাতী বিমান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করেছে? এবং গাজার নিরাপরাধ বাসিন্দারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত?

এই আরবি ভাষী বিশ্লেষক লিখেছেনম  গাজার বাসিন্দারা দুই হাজার টনের আমেরিকান বোমার আঘাতে নিহত হচ্ছে। আরব দেশগুলোর ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্পের দান করা এত বোমা থাকা সত্ত্বেও গাজার জন্য এত ছোট পারমাণবিক বোমার কী দরকার? এটি ঘৃণা এবং বর্ণবাদের আহ্বান।

মার্কিন কংগ্রেসম্যান র‍্যান্ডি ফাইনের গাজায় পারমাণবিক বোমা হামলা এবং এর অরক্ষিত জনগণের সম্পূর্ণ ধ্বংসের জন্য নৃশংস আহ্বান আন্তর্জাতিক মহলে এবং বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

তিনি সম্প্রতি ইসরাইলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের প্রতি পারমাণবিক বোমা দিয়ে গাজার জনগণকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।এই মার্কিন কংগ্রেসম্যানের অবস্থান সবার কাছে আগের চেয়েও স্পষ্ট করে দিয়েছে যে কেন ইসরাইলি দখলদার সরকার ওয়াশিংটনের  সবুজ সংকেতের ওপর নির্ভর করে গণহত্যা এবং গাজা উপত্যকার সম্পূর্ণ ধ্বংসের উপর জোর দিচ্ছে। একই সময়ে ইসরাইলি সংসদ নেসেটের সাবেক সদস্য মোশে ফেইগলিনও পারমাণবিক বোমা হামলার পর হিরোশিমার একটি ছবি প্রকাশ করেছেন এবং গাজায় একই ধরণের বিপর্যয়ের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছেন।#

 

পার্সটুডে/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।