ফ্রান্স কি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে?
https://parstoday.ir/bn/news/world-i155070-ফ্রান্স_কি_ইউরোপীয়_ইউনিয়ন_ত্যাগ_করবে
পার্সটুডে-পশুপালকদের বিক্ষোভ এবং মার্কোসুর চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্সের সরকার এবং কৃষি খাতের মধ্যে বিভেদ আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
(last modified 2025-12-14T11:59:46+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৫ ১৪:০৯ Asia/Dhaka
  • ১২ ডিসেম্বর দক্ষিণ ফ্রান্সের কৃষকদের A 64 মহাসড়ক অবরোধ
    ১২ ডিসেম্বর দক্ষিণ ফ্রান্সের কৃষকদের A 64 মহাসড়ক অবরোধ

পার্সটুডে-পশুপালকদের বিক্ষোভ এবং মার্কোসুর চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে ফ্রান্সের সরকার এবং কৃষি খাতের মধ্যে বিভেদ আবারও স্পষ্ট হয়ে উঠেছে।

ল্য-মোঁদ পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফ্রান্সের সংসদ ২০২৬ সালের বাজেট পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করার সাথে সাথে ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার পশুপালক এবং কৃষকদের কাছ থেকে ক্ষোভের এক নতুন ঢেউয়ের মুখোমুখি হচ্ছে। 'সংক্রামক ডার্মাটাইটিস' নিয়ন্ত্রণের জন্য জোর করে পশু হত্যার নীতি অনুসরণ করেছে ফ্রান্স সরকার। এর বিরুদ্ধে বিক্ষোভ তীব্রতর হয়েছে। ছয় মাসেরও বেশি সময় পর দক্ষিণ ফ্রান্সের পাইরেনিস পর্বতমালার কাছে এই রোগটি আবার দেখা দিয়েছে।

পার্সটুডে বলেছে, ফ্রান্সের মহাসড়ক অবরোধ করে ব্যাপক ধর্মঘট করে কৃষকরা। এরমাধ্যমে প্রতিবাদী কৃষকরা ২০২৪ সালের গোড়ার দিকে দেশব্যাপী বিক্ষোভের স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন। তৎকালীন বিক্ষোভে দেশ উত্তাল হয়েছিল। মার্কোসুর দেশগুলির (ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে) সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভোটের ঠিক আগে আবার এই অস্থিরতা দেখা দেয়। এই চুক্তিটিকে ফ্রান্সের কৃষকরা জাতীয় কৃষির টিকে থাকার জন্য হুমকি হিসেবে দেখছেন।

অভ্যন্তরীণ চাপ, ব্রাসেলস কর্তৃক আরোপিত সিদ্ধান্ত এবং কৃষকদের দাবির প্রতি অবজ্ঞার পরিস্থিতি; সবমিলিয়ে আবারও ফ্রান্সের জনমতের মধ্যে প্রশ্ন উঠেছে, প্যারিস এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যবধান কি আরও গভীর হচ্ছে এবং ফ্রান্স ভবিষ্যতে ইউনিয়ন ত্যাগ করার পথও বেছে নিতে পারে কিনা?#

পার্সটুডে/জিএআর/১৪