ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাপ্তির জন্য কিয়েভকে কতটা মূল্যে দিতে হবে?
https://parstoday.ir/bn/news/world-i155014-ইউক্রেন_রাশিয়া_যুদ্ধ_সমাপ্তির_জন্য_কিয়েভকে_কতটা_মূল্যে_দিতে_হবে
পার্সটুডে- বেশ কিছু আলামত থেকে ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্টতই "ইউক্রেনের সম্পূর্ণ বিজয়" স্লোগান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। "আমেরিকান কনজারভেটিভ" ম্যাগাজিন একটি নিবন্ধে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
(last modified 2025-12-12T12:39:18+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৫ ১৮:৩৫ Asia/Dhaka
  • • ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি
    • ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কি

পার্সটুডে- বেশ কিছু আলামত থেকে ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্টতই "ইউক্রেনের সম্পূর্ণ বিজয়" স্লোগান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। "আমেরিকান কনজারভেটিভ" ম্যাগাজিন একটি নিবন্ধে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ওই নিবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে এই পরিবর্তনের কথা উল্লেখ করে আরো বলা হয়েছে, আমেরিকান জাতীয় স্বার্থ এবং পারমাণবিক সংঘাত বৃদ্ধির আশঙ্কায় তারা ইউক্রেনকে ছাড় দেওয়ার জন্য চাপ দিয়ে যুদ্ধের তাৎক্ষণিক সমাপ্তি ঘটানোর চেষ্টা করছে। ট্রাম্পের এই নীতি ট্রান্সআটলান্টিক নিরাপত্তা সম্পর্কের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং ইউক্রেনের ভবিষ্যতকে অনিশ্চিত এবং কঠিন দর কষাকষির মধ্যে ফেলেছে।

ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে নথি প্রকাশ থেকে মার্কিন পররাষ্ট্র নীতিতে ইউক্রেন ইস্যুতে মৌলিক পরিবর্তনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এই পরিবর্তনের মূলে রয়েছে  ইউক্রেনের "বিজয়" ধারণার পরিবর্তে বরং "চাপের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি" ঘটানো। ওয়াশিংটন, যারা একসময় নিজেকে ইউক্রেনের নিঃশর্ত সমর্থক বলে মনে করত, এখন যুদ্ধের সমাপ্তি টানাকে তাদের জন্য একটি "গুরুত্বপূর্ণ স্বার্থ" রক্ষার কৌশল বলে মনে করে। "আমেরিকা ফার্স্ট" মতবাদ এবং পারমাণবিক রাশিয়ার সাথে সরাসরি সংঘাতের ঝুঁকির কথা বিবেচেনা করে ইউক্রেন সংঘাতের অবসান ঘটানোকে গুরুত্বপূর্ন বলে যুক্তরাষ্ট্র মনে করছে। আমেরিকা বুঝতে পেরেছে দীর্ঘ এবং ব্যয়বহুল প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া তার জাতীয় স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ নয়, বিশেষ করে যখন সংকট বৃদ্ধি এবং পারমাণবিক যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি থাকে।

মার্কিন কৌশলের একটি উদ্দেশ্য হল "ধনী ও শক্তিশালী" ইউরোপীয় মিত্রদের নিরাপত্তা ক্ষেত্রে স্বনির্ভরতা নিশ্চিত করা। এর অর্থ হল ইউরোপীয় মহাদেশে মার্কিন সামরিক সহায়তা এবং উপস্থিতি ধীরে ধীরে হ্রাস করা এবং রাশিয়ার মুখোমুখি হওয়ার মূল দায়িত্ব ইউরোপীয়দের কাছে হস্তান্তর করা। এটি ন্যাটোতে গভীর ফাটল তৈরি করতে পারে।

নতুন মার্কিন নথিতে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ লাভের সম্ভাবনাকে পরোক্ষভাবে বা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে যা ছিল মস্কোর দীর্ঘ দিনের প্রধান দাবিগুলির মধ্যে একটি।

মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরাশক্তির সাথে অন্তহীন শত্রুতাকে "অকেজো এবং বিপজ্জনক" বলেও মনে করে। অতএব, যুক্তরাষ্ট্রের লক্ষ্য রাশিয়াকে পরাজিত করা নয়, বরং "ক্ষমতার ভারসাম্য" পুনরুদ্ধার করা এবং মস্কোর সাথে স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা করা।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।