ইসলামী ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা সেনাবাহিনীর দায়িত্ব: সামরিক প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i155012-ইসলামী_ব্যবস্থা_ও_ভৌগোলিক_অখণ্ডতা_রক্ষা_সেনাবাহিনীর_দায়িত্ব_সামরিক_প্রধান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানের সেনাবাহিনী শত্রুর সব ধরণের ষড়যন্ত্রের মোকাবেলায় দৃঢ় অবস্থানে রয়েছে।
(last modified 2025-12-13T12:55:04+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৫ ১৭:২৭ Asia/Dhaka
  • হাবিবুল্লাহ সাইয়ারি
    হাবিবুল্লাহ সাইয়ারি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানের সেনাবাহিনী শত্রুর সব ধরণের ষড়যন্ত্রের মোকাবেলায় দৃঢ় অবস্থানে রয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, হাবিবুল্লাহ সাইয়ারি সেনাবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সমাবেশে যুব সেনা সদস্যদের উদ্দেশে বলেন- তারা সেই সব শহীদের পথের অনুসারী, যারা ইরানের সম্মান ও স্বাধীনতার পথ নির্ধারণ করে গেছেন।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান ও বিদেশি আগ্রাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, সেনাবাহিনীর দায়িত্ব হলো দেশের ভৌগোলিক অখণ্ডতা ও ইসলামি প্রজাতন্ত্রী ব্যবস্থা রক্ষা করা।

তিনি আরও বলেন, আজ ইরান একটি যৌথ বা সমন্বিত যুদ্ধের মুখোমুখি- যার মধ্যে রয়েছে সামরিক, অর্থনৈতিক, সামাজিক এবং সফ্ট ওয়ার বা নরম যুদ্ধের হুমকি। শত্রুরা জনগণের বিশ্বাস ও জীবনধারা পরিবর্তনের চেষ্টা করছে; তাই এ বিষয়ে সতর্কতা ও নজরদারি অত্যন্ত জরুরি।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।