তেহরানের আজাদি টাওয়ার থেকে চীনের স্নোবোর্ড: বিশ্বের চোখধাঁধানো ১০ ছবি
https://parstoday.ir/bn/news/world-i154990-তেহরানের_আজাদি_টাওয়ার_থেকে_চীনের_স্নোবোর্ড_বিশ্বের_চোখধাঁধানো_১০_ছবি
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে যায় নানান ঘটনা—রাজনৈতিক বিক্ষোভ থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ থেকে সাংস্কৃতিক আয়োজন। এসব ঘটনার অনেকটাই উঠে আসে সংবাদমাধ্যমের লেন্সে বন্দি অনন্যসব ছবির মাধ্যমে।
(last modified 2025-12-11T10:38:20+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৫ ১৬:২৫ Asia/Dhaka
  • হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের আজাদি টাওয়ারে একজন মায়ের মুখ
    হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের আজাদি টাওয়ারে একজন মায়ের মুখ

বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে যায় নানান ঘটনা—রাজনৈতিক বিক্ষোভ থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ থেকে সাংস্কৃতিক আয়োজন। এসব ঘটনার অনেকটাই উঠে আসে সংবাদমাধ্যমের লেন্সে বন্দি অনন্যসব ছবির মাধ্যমে।

পার্সটুডের এই ফটো গ্যালারিতে তুলে ধরা হয়েছে গত কয়েকদিনে আলোচিত ১০টি ছবির গল্প—যার মধ্যে আছে নবীনন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের আজাদি টাওয়ারে বিশেষ আলোকসজ্জা, গ্রিসের কৃষকদের প্রতিবাদ, চীনের তুষারময় পাহাড়ে টহল, ইন্দোনেশিয়ার বন্যাদুর্গত মানুষের সংগ্রামসহ আরও অনেক কিছু। প্রতিটি ছবি এক একটি ঘটনার জীবন্ত দলিল।

গার্ডিয়ান: হন্ডুরাসে লিবার পার্টির সমর্থকেরা নভেম্বরের নির্বাচনে কথিত কারচুপির প্রতিবাদে পতাকা হাতে স্লোগান দিচ্ছে।
ইরনা: ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে শরতের তুষারপাত
আনাদোলু: গ্রিসের ভলোস বন্দরে মৎস্যজীবী ও কৃষকদের বিক্ষোভ সমাবেশ
ইরনা: কাজাখস্তানে ইরানের প্রেসিডেন্ট "মাসুদ পেজেশকিয়ান"-কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়
রয়টার্স: থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকা বরাবর চলমান মারাত্মক সংঘর্ষ থেকে বাঁচতে একটি পরিবার ট্রাক্টরে চড়ে পালাচ্ছে
গার্ডিয়ান: তুষারময় এলাকায় চীনা কর্মকর্তাদের টহল। (আলতাই শহর, চীন)
ইরনা: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০২৫ যুব প্যারা এশিয়ান গেমসের পঞ্চম আসরে ইরানি নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ।
শিনহুয়া: এফআইএস বিশ্বকাপ স্নোবোর্ডিং, চীনে মহিলাদের হাফপাইপ স্নোবোর্ড বাছাইপর্ব প্রতিযোগিতা
এএফপি: পেউসাঙ্গান নদীতে আকস্মিক বন্যার পর, আচেহ ও উত্তর সুমাত্রাকে সংযোগকারী নতুন নির্মিত সেতু পার হওয়ার জন্য স্থানীয়রা ধ্বংসস্তূপের উপর দিয়ে হাঁটছে। বিরেউয়েন, ইন্দোনেশিয়া

পার্সটুডে/এমএআর/১৩