তেহরানের আজাদি টাওয়ার থেকে চীনের স্নোবোর্ড: বিশ্বের চোখধাঁধানো ১০ ছবি
ডিসেম্বর ১১, ২০২৫ ১৬:২৫ Asia/Dhaka
-
হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের আজাদি টাওয়ারে একজন মায়ের মুখ
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে যায় নানান ঘটনা—রাজনৈতিক বিক্ষোভ থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ থেকে সাংস্কৃতিক আয়োজন। এসব ঘটনার অনেকটাই উঠে আসে সংবাদমাধ্যমের লেন্সে বন্দি অনন্যসব ছবির মাধ্যমে।
পার্সটুডের এই ফটো গ্যালারিতে তুলে ধরা হয়েছে গত কয়েকদিনে আলোচিত ১০টি ছবির গল্প—যার মধ্যে আছে নবীনন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের আজাদি টাওয়ারে বিশেষ আলোকসজ্জা, গ্রিসের কৃষকদের প্রতিবাদ, চীনের তুষারময় পাহাড়ে টহল, ইন্দোনেশিয়ার বন্যাদুর্গত মানুষের সংগ্রামসহ আরও অনেক কিছু। প্রতিটি ছবি এক একটি ঘটনার জীবন্ত দলিল।
পার্সটুডে/এমএআর/১৩
ট্যাগ