ইরান লেবাননের সাথে সম্পর্কের নতুন অধ্যায় চায়: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i155010-ইরান_লেবাননের_সাথে_সম্পর্কের_নতুন_অধ্যায়_চায়_আরাকচি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন: তেহরান এবং বাকু পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যত গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
(last modified 2025-12-12T11:12:39+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৫ ১৭:১০ Asia/Dhaka
  • • ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি
    • ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন: তেহরান এবং বাকু পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নিরাপদ ও সম্মানজনক ভবিষ্যত গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার ইনস্টাগ্রাম পেজে একটি পোস্ট প্রকাশ করেছেন, যেখানে তিনি আজারবাইজান প্রজাতন্ত্রের সাম্প্রতিক সফরের সময় তেহরান-বাকু সম্পর্কের পরিকল্পনা, লক্ষ্য এবং সম্ভাবনা সম্পর্কে কথা বলেছেন। তিনি পোস্টে লিখেছেন: আজারবাইজান প্রজাতন্ত্রের রাজধানী বাকুতে তার সাম্প্রতিক সফরের সময় (৬ এবং ৭ ডিসেম্বর), সেদেশের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ, উপ-প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ এবং আজারবাইজান প্রজাতন্ত্রের জাতীয় পরিষদের স্পিকার মিসেস সাহেব গাফারোভার সাথে বিস্তারিত এবং গঠনমূলক বৈঠক করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন: "ভৌগোলিক নৈকট্যের বাইরেও ইরান ও আজারবাইজান প্রজাতন্ত্রের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সভ্যতার বন্ধনের বহিঃপ্রকাশ যা আরাস নদীর উভয় তীরের জনগণের প্রাচীন আত্মীয়তার মধ্যে প্রোথিত।"

আরাকচি আরও বলেন: অর্থনৈতিক ও ট্রানজিট, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিকসহ সকল ক্ষেত্রেই আজ এই সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে এবং এই সহযোগিতার উপর নির্ভর করে দুই দেশ তাদের সহযোগিতাকে কৌশলগত স্তরে উন্নীত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন: সব বৈঠকে, দক্ষিণ ককেশাস অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তাকে সকল দেশের অগ্রগতি ও সমৃদ্ধির পূর্বশর্ত হিসেবে উল্লেখ করা হয়েছৈ এবং স্পষ্ট করা হয়েছে যে কোনও তৃতীয় পক্ষ যেন দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। তেহরান এবং বাকু পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নিরাপদ এবং সম্মানজনক ভবিষ্যত গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

আমরা ইরান-লেবানন সম্পর্কের একটি নতুন অধ্যায় চাই: আরাকচি

অন্যদিকে, সাইয়্যেদ আব্বাস আরাকচি বৃহস্পতিবার রাতে এক্স নেটওয়ার্কে এক পোস্টে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণ সম্পর্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী "ইউসুফ রাজি" এর সাম্প্রতিক বার্তার প্রতিক্রিয়ায় বলেছেন: আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের একটি "নতুন অধ্যায়" চাই এবং আমি ইউসুফ রাজির সদয় আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: "লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, আমি পুরোপুরি এটা বুঝতে পারছি কেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে আসতে প্রস্তুত নন, তাই আমি আনন্দের সাথে তার বৈরুত ভ্রমণের আমন্ত্রণ গ্রহণ করছি।"#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।