গুলিবিদ্ধ ওসমান হাদি লাইফ সাপোর্টে: রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/event-i155018-গুলিবিদ্ধ_ওসমান_হাদি_লাইফ_সাপোর্টে_রাজনৈতিক_দলগুলোর_প্রতিক্রিয়া
বাংলাদেশের রাজধানী ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি 'লাইফ সাপোর্টে' আছে। জুলাই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
(last modified 2025-12-12T13:15:25+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৫ ১৯:৩২ Asia/Dhaka
  • হাদি
    হাদি

বাংলাদেশের রাজধানী ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি 'লাইফ সাপোর্টে' আছে। জুলাই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য জানান।

পরিচালক বলেন, রোগী যখন হাসপাতালে আসে তখন থেকেই ক্রিটিক্যাল ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে দুপুরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, হাদি একটি রিকশায় বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। সেসময় হেলমেট পরা দুজন মোটরসাইকেলে এসে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাদি। এসময় পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যাচেষ্টার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।