আমেরিকা স্বাধীনচেতা দেশগুলোর খোদ স্বাধীনতাকেই নিশানা করেছে: ইরানের প্রেসিডেন্ট
-
দুই দেশের প্রেসিডেন্ট
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের অঞ্চল একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং দুঃখজনকভাবে আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একতরফাবাদ দেখতে পাচ্ছি; যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ স্বাধীনচেতা দেশগুলোর আত্মপরিচয় ও স্বাধীনতাকে নিশানা করেছে।
ইরানের প্রেসিডেন্ট কাজাখস্তানের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক আমন্ত্রণে গতকাল বুধবার কাজাখস্তানের আস্তানায় পৌঁছান। আজ বৃহস্পতিবার কাজাখস্তানের প্রেসিডেন্ট ভবনে পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আস্তানায় কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দুই জাতির গভীর সাংস্কৃতিক বন্ধন ও সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই বন্ধন ও সম্পর্ক সিল্ক রোডের ঐতিহাসিক পথ ধরে শতাব্দীব্যাপী পারস্পরিক যোগাযোগের স্মৃতি বহন করছে, আর এই অভিন্ন অতীতই দুই দেশের সম্পর্কের উন্নয়ন ও গভীরতার ভিত্তি।
পেজেশকিয়ান দুই দেশের বাণিজ্যে ৪০ শতাংশ প্রবৃদ্ধির কথা উল্লেখ করে আরও বলেন, ইরান ও কাজাখস্তানের বাণিজ্য তিনশ' কোটি ডলারে পৌঁছাতে রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং ইরান তা বাস্তবায়নের জন্য প্রস্তুত। আমরা আশা করি দুই পক্ষই বেসরকারি খাতের সুযোগগুলো আরও বেশি কাজে লাগাবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, কাজাখস্তানের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের সর্বোচ্চ নেতা সবসময়ই প্রতিবেশী বিশেষ করে মুসলিম দেশগুলোর সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেছেন।
পেজেশকিয়ান জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বহু বিষয়ে তেহরান ও আস্তানার মধ্যে ঘনিষ্ঠতা ও সমন্বয় বিদ্যমান। তিনি বলেন, দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।#
পার্সটুডে/এসএ/১৩