কাজাখস্তান ও ইরান: বাণিজ্য দাঁড়াবে ২০০ কোটি ডলারে; প্রাধান্য পাচ্ছে কৃষি
-
মাসুদ পেজেশকিয়ান ও কাসিম জোমার্ট তোকায়েভ (ডানে)
পার্সটুডে- ইরান ও কাজাখস্তান তাদের পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান পোস্ট ওয়েবসাইট ১৩ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে কাজাখস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক সফর এবং এর ফলাফল বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে বিশেষভাবে দুই দেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যা নিচে ব্যাখ্যা করা হলো।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১১ ডিসেম্বর কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত “ইরান–কাজাখস্তান বাণিজ্য সম্মেলন”-এ অংশ নেন। এই সম্মেলনে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও অর্থনৈতিক খাতের প্রতিনিধিরা বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, কৃষি ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক
টোকায়েভ তার বক্তব্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে বলেন, গত বছর দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৩৪ কোটি ডলারের বেশি, যা চলতি বছরে কয়েক গুণ বাড়তে পারে। প্রাথমিক লক্ষ্য হলো বাণিজ্য এক বিলিয়ন ডলারে পৌঁছানো এবং পরবর্তী ধাপে তা দুই বিলিয়ন ডলারে উন্নীত করা।
তিনি তেহরানে “কাজাখস্তান ট্রেড হাউস” উদ্বোধনের কথাও উল্লেখ করেন, যা ইরানের বাজারে কাজাখ পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করবে। গত ২০ বছরে ইরান কাজাখস্তানের অর্থনীতিতে ২২ কোটি ৬০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং বর্তমানে সেখানে ৩৫০টিরও বেশি ইরানি কোম্পানি সক্রিয় রয়েছে।
উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে কৃষি
ইরান কাজাখস্তানের শস্যের অন্যতম প্রধান ক্রেতা। গত বছর কৃষি খাতে বাণিজ্যের পরিমাণ ছিল ২২ কোটি ডলার এবং চলতি বছরের প্রথম ১০ মাসেই শস্য রপ্তানি বেড়ে ২৮ কোটি ডলারে পৌঁছেছে। যৌথ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সোলিকো গ্রুপের উদ্যোগে ২০০ হাজার টন উৎপাদনক্ষম একটি দুগ্ধ কারখানা এবং কাজাখস্তানে শিশু খাদ্য উৎপাদন। এছাড়া কোরুশ ফুড কোম্পানি উদ্ভিজ্জ তেল উৎপাদন ও পোলট্রি খাতে বিনিয়োগের পরিকল্পনা করেছে। তোকায়েভ ইরানি উদ্যোক্তাদের কাজাখস্তানে যৌথ প্রকল্প ও আধুনিক উৎপাদন ইউনিট স্থাপনের আহ্বান জানান।
কাস্পিয়ান সাগর সংরক্ষণ
তোকায়েভ কাস্পিয়ান সাগরের পানির স্তর হ্রাসকে একটি জরুরি সংকট হিসেবে বর্ণনা করেন, যা পরিবেশ ও আঞ্চলিক অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলছে। তিনি উপকূলবর্তী পাঁচটি দেশের ঘনিষ্ঠ সহযোগিতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। কাজাখস্তান তেহরানে অনুষ্ঠিতব্য সপ্তম কাস্পিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পরিকল্পনা করেছে এবং আগামী দুই বছরের মধ্যে চতুর্থ “কাস্পিয়ান অর্থনৈতিক ফোরাম” আয়োজনের প্রস্তাব দিয়েছে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।