সমন্বিত চুক্তি বাস্তবায়নে ইরান দৃঢ়প্রতিজ্ঞ: পেজেশকিয়ান / সব সময় ইরানের পাশে থাকব: পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i155022-সমন্বিত_চুক্তি_বাস্তবায়নে_ইরান_দৃঢ়প্রতিজ্ঞ_পেজেশকিয়ান_সব_সময়_ইরানের_পাশে_থাকব_পুতিন
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমন্বিত চুক্তি এবং আস্তারা–রাশ্‌ত করিডোর প্রকল্প বাস্তবায়নে তেহরান পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ।
(last modified 2025-12-13T12:55:07+00:00 )
ডিসেম্বর ১২, ২০২৫ ২১:০৯ Asia/Dhaka
  • পেজেশকিয়ান (বামে) ও পুতিন (ডোনে)
    পেজেশকিয়ান (বামে) ও পুতিন (ডোনে)

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমন্বিত চুক্তি এবং আস্তারা–রাশ্‌ত করিডোর প্রকল্প বাস্তবায়নে তেহরান পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ।

পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি ও আস্থা সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি দুই দেশের 'বিস্তৃত কৌশলগত সহযোগিতার চুক্তি' দ্রুত বাস্তবায়নের প্রতি ইরানের দৃঢ় অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা স্বাক্ষরিত সমন্বিত চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যুৎকেন্দ্র, পরিবহন এবং করিডোর সংক্রান্ত যৌথ প্রকল্পগুলোর এগিয়ে নেওয়া হচ্ছে। বছরের শেষ নাগাদ করিডোর প্রকল্প বাস্তবায়নের সব প্রস্তুতি ইরানের পক্ষ থেকে সম্পন্ন হবে। আশাকরি রাশিয়াও এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাবে।”

উত্তর–দক্ষিণ এবং পূর্ব–পশ্চিম করিডোরের গুরুত্ব তুলে ধরে পেজেশকিয়ান আরও বলেন, “এই রুটগুলোর কাজ দ্রুত এগোচ্ছে এবং আপনার (পুতিনের) নির্দেশনা এ প্রকল্পগুলোকে আরও গতি দেবে।”
ইরান–রাশিয়া কৃষি সহযোগিতাকে সফল হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এই অভিজ্ঞতা অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগানো সম্ভব।

পেজেশকিয়ান আরও বলেন, “একতরফা নীতির মোকাবিলায় সাংহাই ও ব্রিকসের মতো সংগঠনের কাঠামোয় ঘনিষ্ঠ সহযোগিতা জোরদার করা ছাড়া অন্য কোনো পথ নেই।”
তেহরান–মস্কো সম্পর্ক জোরদারের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং কৌশলগত সহযোগিতার সমন্বিত চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেন।
তিনি জানান, “গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্য ১৩ শতাংশ এবং চলতি বছরের প্রথম ৯ মাসে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎকেন্দ্র এবং করিডোর সংক্রান্ত অবকাঠামোতে যৌথ কাজ চলছে। ইরানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও আমরা পর্যালোচনা করছি।”

আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করে পুতিন বলেন, “জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রাশিয়া সবসময় ইরানের পাশে থেকেছে এবং এই সমর্থন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “ইরানের পারমাণবিক ইস্যুসহ সংবেদনশীল আন্তর্জাতিক বিষয়ে তেহরান ও মস্কো ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং রাশিয়া ইরানকে সমর্থন করে যাবে।”#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।