রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে ভারত
https://parstoday.ir/bn/news/world-i155080-রাশিয়া_থেকে_তেল_কেনা_বৃদ্ধি_করেছে_ভারত
পার্সটুডে-ভারতের বৃহৎ রিফাইনারিগুলো রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে।
(last modified 2025-12-14T11:59:45+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৫ ১৬:৪৫ Asia/Dhaka
  • রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে ভারত
    রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে ভারত

পার্সটুডে-ভারতের বৃহৎ রিফাইনারিগুলো রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে।

ভারতের সাতটি প্রধান পরিশোধক সংস্থার মধ্যে চারটিই রাশিয়া থেকে তেল কেনা বৃদ্ধি করেছে।

নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও তেল কেনা বৃদ্ধির কারণ হলো উল্লেখযোগ্য ছাড়। মস্কোর তেল ক্রেতাদের জন্য এই ছাড়ের ঘটনা ব্যাপক আকর্ষণীয় হয়ে উঠেছে বলে তেল কেনা বাড়িয়ে দিয়েছে।

অপরদিকে, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন সাম্প্রতিক দিনগুলোতে ইউরালস অপরিশোধিত তেলসহ রাশিয়ার প্রায় ১০টি তেলের কার্গো কিনেছে। এরইমধ্যে, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনও জানুয়ারির কার্গোগুলির জন্য অফার খুঁজছে।

ভারত বেশ কয়েক মাস ধরে রাশিয়ার সস্তা তেল অ্যাক্সেস করার চেষ্টা করছে। এই বছরের সর্বোচ্চ ছিল জুন মাসে, যখন ভারত প্রতিদিন রাশিয়া থেকে ২০ লক্ষ ব্যারেলেরও বেশি তেল আমদানি করছিল।

নয়াদিল্লিতে নওরোজ ওয়ার্ল্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ সভা

দিল্লিতে ইউনেস্কোর বৈঠকের অবকাশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আমন্ত্রণে নওরোজ ওয়ার্ল্ড রেজিস্ট্রেশন প্রকল্পে অংশগ্রহণকারী দেশগুলোর একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সাংস্কৃতিক ঐতিহ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী দারাবি এবং ভারতে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহ আলি উপস্থিত ছিলেন।

নওরোজ বিশ্ব নিবন্ধন প্রকল্পে অংশগ্রহণকারী দেশগুলোর যৌথ সভায় ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, আজারবাইজান প্রজাতন্ত্র, তুরস্ক, পাকিস্তান, ভারত, ইরাক এবং মঙ্গোলিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নওরোজ প্রকল্পে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বয় জোরদার করার জন্য এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ ছিল। সেইসাথে যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী নওরোজের আধ্যাত্মিক ঐতিহ্য প্রচারের জন্যও একটি ভিত্তি প্রদান করে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন