লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হিজবুল্লাহর ক্ষোভ; প্রতিরোধ শক্তি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/west_asia-i155072-লেবাননের_পররাষ্ট্রমন্ত্রীর_বক্তব্যে_হিজবুল্লাহর_ক্ষোভ_প্রতিরোধ_শক্তি_সংরক্ষণের_ওপর_গুরুত্বারোপ
পার্সটুডে- লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে হিজবুল্লাহ।
(last modified 2025-12-14T09:28:45+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২৫ ১৫:৪৬ Asia/Dhaka
  • প্রতিরোধ শক্তি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
    প্রতিরোধ শক্তি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ

পার্সটুডে- লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর প্রতিক্রিয়া

লেবাননের পার্লামেন্টের “প্রতিরোধের প্রতি আনুগত্য” গ্রুপের সদস্য হুসাইন আলহাজ হাসান লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজির বক্তব্যের সমালোচনা করেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আল-জাজিরা নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে এমন সব কথা বলেছেন যা গ্রহণযোগ্য নয় বলে তিনি জানান। হুসাইন আলহাজ হাসান বলেন, মন্ত্রীর অবস্থান সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বরং তার বক্তব্য দলীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আলহাজ হাসান জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল কখনোই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেনি এবং এখনও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

তিনি ২০০০ সালে দক্ষিণ লেবানন মুক্ত হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এই অর্জন কূটনৈতিক প্রচেষ্টার ফল নয়, বরং প্রতিরোধ ও তার অস্ত্রের ফল। আলহাজ হাসান আরও বলেন, ২০০৬ সালের যুদ্ধে এবং ২০১৭ সালে তাকফিরি গোষ্ঠীগুলোর মোকাবিলায়ও প্রতিরোধ আন্দোলন ভাগ্য নির্ধারণী ভূমিকা রেখেছে—এই বাস্তবতাকে উপেক্ষা করা যায় না।

অস্ত্র প্রসঙ্গে অতিরিক্ত জোর দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, লেবাননের বর্তমান অগ্রাধিকার হওয়া উচিত শত্রুসেনা প্রত্যাহার, আগ্রাসন বন্ধ, বন্দিদের ফিরিয়ে আনা এবং পুনর্গঠন শুরু করা। তিনি বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা এসব লক্ষ্য অর্জনের পর অভ্যন্তরীণ সংলাপের কাঠামোর মধ্যেই হওয়া উচিত।

সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিরোধের অস্ত্রের অস্তিত্ব না থাকাটা সমাধান নয়, এই অবস্থাও দখলদারিত্ব ঠেকাতে পারেনি। তার মতে, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি বাফার জোন গঠন ও জাবাল আল-শেখে অবস্থান বজায় রাখার যে বক্তব্য দিয়েছেন, তা দখলদার ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির ধারাবাহিকতারই প্রমাণ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের বিষয়ে হামাসের প্রতিক্রিয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস “আল-আকসা তুফান” অভিযানের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বলেছে, এই প্রতিবেদন ইহুদিবাদী ইসরায়েলের বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। হামাস জোর দিয়ে বলেছে, বেসামরিক হত্যাকাণ্ড সংক্রান্ত উত্থাপিত দাবিগুলো মাঠপর্যায়ের প্রমাণ ও স্বাধীন প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই সব অবস্থান থেকে স্পষ্ট যে, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকায় প্রতিরোধ ফ্রন্ট এখনো আগ্রাসন বন্ধ, শত্রুসেনা প্রত্যাহার এবং প্রতিরোধ ক্ষমতা সংরক্ষণকে লেবানন ও এই অঞ্চলে যেকোনো রাজনৈতিক ও নিরাপত্তা সংলাপের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছে।#

পার্সটুডে/এসএ/১৪