ইরান ও সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ত্বরান্বিত করাই লক্ষ্য: কানয়ানি
https://parstoday.ir/bn/news/west_asia-i126252
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের ইরান সফরের অন্যতম লক্ষ্য হলো দু দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ত্বরান্বিত করা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ৩১, ২০২৩ ১৮:২৩ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের ইরান সফরের অন্যতম লক্ষ্য হলো দু দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ত্বরান্বিত করা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। সিরিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধির তেহরান সফর সম্পর্কে ইরান প্রেসের সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব কানয়ানি আরও বলেন: ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সম্প্রতি দামেশক সফর করেছেন। তাঁর সফরকালে স্বাক্ষরিত সমঝোতাগুলোর বাস্তবায়ন গতিশীল করাও সিরিয় প্রতিনিধিদলের বৈঠকের অ্যাজন্ডায় রয়েছে।  

একইসঙ্গে সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন এবং যুদ্ধ ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক ত্রাণ সাহায্যের বিষয় নিয়েও আলোচনার কথা রয়েছে বলে জানানো হয়েছে।

জনাব কানয়ানি মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারে তেহরানের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন: ইরান নিষেধাজ্ঞা তুলে নিতে সংলাপের কাঠামোয় এবং নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনা ও কূটনীতির পথ অনুসরণ করছে।

সৌদি আরব ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে আমেরিকার প্রচেষ্টার বিষয়েও তিনি কথা বলেন। তিনি বলেন: মার্কিন সরকারগুলো অবৈধ ইহুদিবাদী সরকারকে নিঃশর্তভাবে পূর্ণ সমর্থন দিয়েছে। এই নীতি কাঠামোর আলোকে যুক্তরাষ্ট্র ইসরাইলের অনুকূলে বহু চেষ্টা চালিয়েছে। তাদের সেই প্রচেষ্টা আংশিক সফল হয়েছে বলেও কানয়ানি মন্তব্য করেন। তিনি বলেন: ইসরাইল এরইমধ্যে আঞ্চলিক কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে সফল হয়েছে।#

পার্সটুডে/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।