ইয়েমেনিরা আত্মসমর্পণ করবে না, সেনাবাহিনী শত্রুর দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত করবে
(last modified Fri, 22 Sep 2023 08:28:05 GMT )
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  • আব্দুল মালিক আল-হুতি
    আব্দুল মালিক আল-হুতি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, বিপর্যয়কর যুদ্ধ এবং কঠিন অবরোধের মুখে তার দেশের জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী সানা থেকে দেয়া এক বক্তৃতায় হুথি নেতা একথা বলেন। 

তিনি আরো বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ভয়াবহ যুদ্ধের সময় সৌদি আরব এবং তার আঞ্চলিক মিত্রদের গভীর অভ্যন্তরে হামলা চালাতে সক্ষম হয়েছে। এই যুদ্ধের সময় ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা শত্রুর বিরুদ্ধে বিশাল সামরিক সক্ষমতা এবং হামলা চালানোর শক্তি অর্জন করেছে।
আব্দুল মালিক আ- হুতি জোর দিয়ে বলেন, যুদ্ধের সময় ইয়েমেনের সামরিক বাহিনী দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করেছে। এগুলোর পাল্লা বিভিন্ন মাত্রার এবং এসব যুদ্ধোপকরণ দিয়ে শত্রুর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। এখন ইয়েমেনের সামরিক বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের কম্ব্যাট ড্রোন তৈরি করতে পারেন বলেও জানান তিনি।
সৌদি সমর্থিত ইয়ামেনি সরকারের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বরের বিপ্লব এবং তাকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিকে তিনি আল্লাহর রহমত বলে উল্লেখ করেন। হুথি নেতা বলেন, জনগণের এই জাগরণের ফলে বিদেশী মদদপুষ্ট পুতুল সরকারকে উৎখাত করা সম্ভব হয়।#
পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ