সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও:
ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে শর্ত দিলে ইসরাইল-সৌদি সম্পর্ক সম্ভব নয়
জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে পূর্বশর্ত দিলে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে না। ইহুদিবাদী ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
ফিলিস্তিনে নিযুক্ত প্রথম সৌদি রাষ্ট্রদূত নায়েফ বিন বন্দর আস-সুদাইরি অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনি স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করার পর পম্পেও ওই মন্তব্য করলেন।
রামাল্লা সফরে সুদাইরি বলেন, জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের যেকোনো সম্ভাব্য চুক্তির ‘মূল পয়েন্ট’।
এ সম্পর্কে পম্পেও বলেন, “বর্তমান ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধান অসম্ভব।” এর কারণ হিসেবে তিনি বলেন, [মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন] “ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, ইরানের কাছ থেকে অর্থ গ্রহণ করছে এবং ইসরাইলিদের হত্যা করার জন্য ফিলিস্তিনি জনগণের মধ্যে অর্থ বিতরণ করছে।”
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, “যে ফিলিস্তিনি নেতৃত্ব এ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার সবগুলো প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা অত্যন্ত কঠিন।” পম্পেও এই বক্তব্যের মাধ্যমে মাহমুদ আব্বাসকে এই বলে অভিযুক্ত করলেন যে, তিনি কেন সব ধরনের অবাননাকর শর্ত মেনে নিয়ে ইসরাইলের সঙ্গে চুক্তি করতে রাজি হচ্ছেন না।
ইসরাইলের সঙ্গে কথিত শান্তি আলোচনায় এ পর্যন্ত পাশ্চাত্য-সমর্থিত নেতা মাহমুদ আব্বাস বহু ছাড় দিলেও ইহুদিবাদীদের দাবি শতভাগ মেনে নেয়া তার পক্ষে সম্ভব হয়নি। তেল আবিবের পাশাপাশি ইসরাইলি সমর্থন নিয়ে যারা ওয়াশিংটনের ক্ষমতায় আসতে চায় তাদের পক্ষে মাহমুদ আব্বাসের এই ভূমিকা মেনে নেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।