গাজায় ইসরাইলি স্থল হামলার পরিণতি কেমন হবে? (ভিডিও)
অক্টোবর ১৫, ২০২৩ ১৬:০৭ Asia/Dhaka
বিমান বর্বর হামলার পাশাপাশি গাজায় স্থল ও নৌপথে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। গতকাল (শনিবার) থেকে গাজায় স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছিল। এজন্য তারা বিমান থেকে প্রচারপত্র ছেড়ে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ইসরাইলের পদাতিক বাহিনী গাজায় আক্রমণ করেনি।
এদিকে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে যাতে দেখা যায়, গাজায় ইসরাইলি স্থল অভিযানের পরিণতি কী হতে পারে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ