গাজার হাসপাতালে ইসরাইলি বোমাবর্ষণ: ৭০০ শহীদ, ৩ দিনের শোক ঘোষণা
https://parstoday.ir/bn/news/west_asia-i129512-গাজার_হাসপাতালে_ইসরাইলি_বোমাবর্ষণ_৭০০_শহীদ_৩_দিনের_শোক_ঘোষণা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ৭০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ১৮, ২০২৩ ০৯:২১ Asia/Dhaka
  • গাজার হাসপাতালে ইসরাইলি বোমাবর্ষণ: ৭০০ শহীদ, ৩ দিনের শোক ঘোষণা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ৭০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

গতকাল (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান থেকে গাজার সেন্ট্রাল হাসপাতাল কম্পাউন্ডে বোমাবর্ষণের ফলে যেসব মানুষ শহীদ হয়েছেন তার বেশিরভাগই নারী ও শিশু। মন্ত্রণালয় জানায়, হাসপাতালের ধ্বংস্তুপের নিচে আরো শত শত হতাহত লোকজন পড়ে রয়েছেন। ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যে লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে তাতে হাজার হাজার আহত ও অসুস্থ ব্যক্তি এই হাসাপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

২০০৮ সাল থেকে এ পর্যন্ত ইসরাইল গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের বিরুদ্ধে পাঁচটি যুদ্ধ করেছে কিন্তু এর আগে একটি হামলায় একসাথে এত বেশি মানুষ মারা যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “আমরা এর আগে অনেক যুদ্ধ দেখেছি কিন্তু কোনদিন এমন হামলা হয়নি। এবার ইসরাইল যে হামলা চালালো তা নজিরবিহীন। এটি নিতান্তই গণহত্যা।”

হামাসের গণমাধ্যম কার্যালয় এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। গাজার রেডক্রিসেন্ট সোসাইটিও এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। ইসরাইলের বিমান হামলার পর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।