ফিলিস্তিন নিয়ে সত্য বলায় জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চায় ইসরাইল!
(last modified Thu, 26 Oct 2023 10:03:00 GMT )
অক্টোবর ২৬, ২০২৩ ১৬:০৩ Asia/Dhaka
  • ফিলিস্তিন নিয়ে সত্য বলায় জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ চায় ইসরাইল!

জাতিসংঘের অবস্থান গাজায় ইহুদিবাদী ইসরাইলের শাসক গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধের পরিমাণ এবং পরিধির অনুপাতে লক্ষ্য করা যায় নি এবং অন্তত এখন পর্যন্ত এ উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত অপরাধযজ্ঞ বন্ধে এ সংস্থা কোনো বাস্তবসম্মত ব্যবস্থা নিতে সক্ষম হয় নি। তবে জাতিসংঘের মহাসচিব এন্তোনি গুতেরেসের সাম্প্রতিক মন্তব্য ইহুদিবাাদী শাসক গোষ্ঠীর সহ্য হয় নি। 

অথচ তিনি গাজা যুদ্ধ এবং এর প্রেক্ষাপটের করুণ ও বিপর্যয়কর পরিস্থিতির একটি খুব ছোট অংশ তার এক সাম্প্রতিক বক্তব্যে তুলে ধরেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার গাজা সম্পর্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে তার বক্তৃতায় বলেছেন, সৌভাগ্যবশত, কিছু সাহায্য অবশেষে গাজায় পৌঁছেছে, কিন্তু সেগুলো প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোটা পানির মতো।

জাতিসংঘের মহাসচিব এ প্রসঙ্গে আরও বলেন: বেসামরিক নাগরিকদের রক্ষা করার অর্থ দক্ষিণে (গাজা) দশ লাখের বেশি লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া এবং দক্ষিণে বোমাবর্ষণ অব্যাহত রাখা নয়। আমি গাজায় আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গুতেরেস বলেছেন,  মধ্যপ্রাচ্যের (পশ্চিম এশিয়া) পরিস্থিতির অবনতি হচ্ছে এবং গাজার যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বেসামরিক মানুষকে হত্যা করা সমর্থনযোগ্য নয়। এটি স্বীকার করে নিতে হবে ইসরাইলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ড [ইহুদি] বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।”

জাতিসংঘ মহাসচিব যোগ করেছেন,  গাজায় UNRWA এর 35 জন কর্মী নিহত হয়েছে এবং আমরা এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমরা গাজায় আন্তর্জাতিক আইনের ব্যাপক লঙ্ঘন প্রত্যক্ষ করছি। গাজাকে দেওয়া মানবিক সহায়তা নগণ্য এবং গাজাকে সীমাবদ্ধতা ছাড়াই তা সরবরাহ করা উচিত। আমি অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান নবায়ন করছি। ফিলিস্তিনিদের অধিকার আছে তাদের স্বাধীন রাষ্ট্রের আকাঙ্খা উপলব্ধি করার। জাতিসংঘ মহাসচিবের এসব কথায় ক্ষুব্ধ ইসরায়েলের রাষ্ট্রদূত ও প্রতিনিধি গিলিয়েদ এরদান দাবি করেছেন যে তিনি জাতিসংঘের নেতা ও মহাসচিব হওয়ার যোগ্য নন এবং অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। ইহুদিবাদী শাসকের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য এবং ন্যাশনাল ক্যাম্প পার্টির নেতা নে গ্যান্টজ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য অভিযুক্ত করেছেন। ইতিহাসের ডান দিক যদি তিনি গ্রহণ না করেন তবে তাকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন গ্যান্টজ। গুতেরেসের ওপর ইহুদিবাদী কর্মকর্তাদের ক্ষুব্ধ হওয়ার কারণ হচ্ছে গাজায় দখলদার শাসকগোষ্ঠীর জাতিগত নির্মূল অভিযানের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের সমালোচনা। এছাড়াও, জাতিসংঘ মহাসচিবের সাহসী অবস্থান গাজা যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করার সাথে সাথে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং বিশ্ব জনমতের দৃষ্টিভঙ্গির দ্রুত পরিবর্তনের মাধ্যমে এটা দেখায় যে ইসরাইল হামলার যুক্তিকতা জাহির করার পিছনে তার অপরাধগুলো আড়াল করতে সক্ষম হয়নি।#  

পার্সটুডে/বাবুল আখতার/ ২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ