জ্বালানির ব্যবস্থা না হলে সকল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে: জাতিসংঘ
(last modified Sat, 18 Nov 2023 09:54:47 GMT )
নভেম্বর ১৮, ২০২৩ ১৫:৫৪ Asia/Dhaka
  • জ্বালানির ব্যবস্থা না হলে সকল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে: জাতিসংঘ

গাজায় ইউএনআরডব্লিউএ বা আনরাওয়ার কার্যক্রমের জন্য দেড় লাখ লিটারের বেশি জ্বালানি প্রয়োজন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক এই সংস্থা জানিয়েছে, গাজায় তাদের কার্যক্রম পরিচালনার জন্য দৈনিক ১ লাখ ৬০ হাজার লিটার জ্বালানী প্রয়োজন।

Image Caption

 

গাজা উপত্যকায় জাতিসংঘের প্রধান সংস্থা হিসেবে আনরাওয়া ফিলিস্তিনি শরণার্থীদের সমর্থনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গাজায় ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনে উদ্বাস্তু হয়ে পড়া ৮ লাখ ৩০ হাজার ফিলিস্তিনির জন্য নিরাপদ আশ্রয় শিবির তৈরি করেছে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, জাতিসংঘ শরণার্থী সংস্থা একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় তাদের প্রয়োজনীয় কার্যক্রম চালাতে প্রতিদিন ১লাখ ৬০ হাজার লিটার জ্বালানী প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই পরিমাণ জ্বালানির ব্যবস্থা করা না গেলে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।#

পার্সটুডে/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।