ফিলিস্তিনি রকেট ইহুদিবাদীদের কৌশলগত ঘাঁটিতে আঘাত করেছে
https://parstoday.ir/bn/news/west_asia-i131712-ফিলিস্তিনি_রকেট_ইহুদিবাদীদের_কৌশলগত_ঘাঁটিতে_আঘাত_করেছে
৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ছোঁড়া একটি রকেট ইসরাইলের কৌশলগত সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। ওই ঘাঁটিতে ইসরাইলের অঘোষিত পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র রাখা ছিল। 
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • আয়রন ডোম
    আয়রন ডোম

৭ অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ছোঁড়া একটি রকেট ইসরাইলের কৌশলগত সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। ওই ঘাঁটিতে ইসরাইলের অঘোষিত পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র রাখা ছিল। 

মার্কিন প্রভাবমালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। গতকাল (সোমবার) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, যদিও হামাসের রকেট ইসরাইলি ক্ষেপণাস্ত্র গুদামে আঘাত হানতে পারেনি তবে রকেট হামলার পর মধ্য ইসরাইলের এসডট মিশা ঘাঁটিতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন ইসরাইলের ক্ষেপণাস্ত্র গুদাম এবং অন্যান্য সংবেদনশীল অস্ত্রের কাছে পৌঁছে যায়। 

নিউ ইয়র্ক টাইমস বলছে- “রকেট হামলার কয়েক ঘণ্টার মধ্যে তোলা অনেক স্যাটেলাইট ছবিতে দেখা যায়- আগুনের দ্রুত বিস্তার ঠেকানোর চেষ্টা করছে ইসরাইলি ফায়ার ফাইটাররা। এর মধ্যে অন্তত দুটি অগ্নিনির্বাপক বিমান এবং ফায়ার ফাইটারদের উজ্জ্বল লাল পাইপ আগুনের কাছাকাছি দেখা যায়।” 

বিশেষজ্ঞদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইসরাইলের ওই ঘাঁটিতে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ২৫ থেকে ৫০টি জেরিকো ক্ষেপণাস্ত্র ছিল। মার্কিন সরকারের গোপন নথি থেকে জানা যায়, জেরিকো ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বহনের জন্য উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।  

হামাসের এই রকেট হামলা প্রমাণ করেছে যে, ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা সম্পর্কে ইহুদিবাদীদের সমস্ত দাবি সত্য নয়। কারণ হামাসের রকেটগুলো ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে এবং তার কৌশলগত অস্ত্রের ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, "ইসরাইলের সবচেয়ে সংবেদনশীল সামরিক অবস্থানগুলোর মধ্যে একটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনা থেকে ধারণা করা যায়- ৭ অক্টোবরের হামলার পরিধি আগে যা জানা গেছে তার চেয়েও বেশি হতে পারে। এছাড়া, ফিলিস্তিনি রকেটগুলো ইসরাইলের সুরক্ষিত কৌশলগত এলাকার আকাশসীমায় প্রবেশ করতে পারে৷”#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।