কঠোর অবস্থানে ইয়েমেন
যেকোনো হামলার বিরুদ্ধে ইসরাইল-আমেরিকাকে হুঁশিয়ার করল হুথি যোদ্ধারা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ যদি ইয়েমেনের ওপর হামলা চালায় তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ এবং চরম মূল্য দিতে হবে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলের জাহাজের ওপর কয়েক দফা হামলা এবং কয়েকটি জাহাজ আটক করার পর ওই এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইসরাইল। লোহিত সাগরে ইসরাইলি জাহাজের নিরাপত্তা দেয়ার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা একটি টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনা করছে। এরপর হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি এলো।
আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আলী আল-কাহুম বলেন- আমেরিকা, ইসরাইল অথবা পশ্চিমা অন্য কোনো দেশ যদি ইয়েমেনের বিরুদ্ধে কোন ধরনের সামরিক পদক্ষেপ নিতে যায় তাহলে তার জবাব দেয়ার জন্য ইয়েমেন প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইয়েমেনের হুথিরা কখনো ফিলিস্তিনকে ভুলে যাবে না, তা যতই মার্কিন, ইসরাইল কিংবা পশ্চিমা হুমকি থাকুক না কেন। তিনি আবারো হুথি আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা দেন যে, গাজায় ইসরাইলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইল এবং পশ্চিমা কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইলের কয়েকটি জাহাজ আটক করেছে। ইয়েমেন বলেছে, ইসরাইলি আগ্রাসনের জবাবে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইল অভিমুখী যেকোনো জাহাজে আমরা চালানো হবে।#
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।