ডিসেম্বর ২৬, ২০২৩ ২০:৫২ Asia/Dhaka
  • প্রতিরোধ যোদ্ধা
    প্রতিরোধ যোদ্ধা

সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভকে হত্যার কঠোর নিন্দা জানিয়ে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরাইলকে চূড়ান্ত জবাব পাওয়ার অপেক্ষায় থাকতে হবে।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, জেনারেল মুসাভি ছিলেন মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রতিরোধকামী সংগঠনগুলোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তিনি ফিলিস্তিনি ইসুতে অত্যন্ত দরদী ছিলেন এবং ফিলিস্তিনি সংগঠনগুলোর জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জিহাদ আন্দোলনের বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরাইলি বাহিনী এই নোংরা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারো প্রমাণ করেছে তারা মধ্যপ্রাচ্য অঞ্চলকে বিষাক্ত করে তুলেছে এবং তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষের রক্ত ঝরানো, হত্যাকাণ্ড এবং অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।

জিহাদ আন্দোলন বলেছে, “আমরা জোর দিয়ে বলছি, দখলদার ইসরাইলের এই অপরাধযজ্ঞ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিনষ্টের ষড়যন্ত্র নস্যাৎ হবে এবং প্রতিরোধগামী যোদ্ধাদের হাতে তাদের পরাজয় ঘটবে।”#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ