গাজায় ইসরাইলকে জিততে দেওয়া যাবে না: হিজবুল্লাহ মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i134466-গাজায়_ইসরাইলকে_জিততে_দেওয়া_যাবে_না_হিজবুল্লাহ_মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরাইলকে যুদ্ধে জয়লাভ করতে দেওয়া যাবে না। ইসরাইল যদি গাজা যুদ্ধ থেকে বিজয়ী হিসেবে বেরিয়ে আসে তাহলে তা কেবল গাজা উপত্যকা নয় বরং গোটা অঞ্চল বিশেষকরে লেবাননের জন্য বিপজ্জনক হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২১:২০ Asia/Dhaka
  • নাসরুল্লাহ
    নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরাইলকে যুদ্ধে জয়লাভ করতে দেওয়া যাবে না। ইসরাইল যদি গাজা যুদ্ধ থেকে বিজয়ী হিসেবে বেরিয়ে আসে তাহলে তা কেবল গাজা উপত্যকা নয় বরং গোটা অঞ্চল বিশেষকরে লেবাননের জন্য বিপজ্জনক হবে।

তিনি আজ (মঙ্গলবার) ইমাম হোসাইন (আ.)'র শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এক ভাষণে এ কথা বলেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ আরও বলেন- লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর ও ফিলিস্তিনের জন্য ভালো হবে যদি ইসরাইলকে গাজায় পরাজিত করা যায়। ইসরাইলকে পরাজিত করতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান এই নেতা।

তিনি গাজাবাসীর প্রশংসা করে বলেন, গত ১৩০ দিনে গাজাবাসী নজিরবিহীন বীরত্বগাথা রচনা করেছে। এ পর্যন্ত দখলদারেরা অক্ষমতা ও ব্যর্থতা ছাড়া আর কিছুই তুলে ধরতে পারেনি।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, এই অঞ্চলের সব সংকটের মূলে রয়েছে ইহুদিবাদী ইসরাইল। তারা অতীতে যেমন সংকট  তৈরি করেছে, এখনও একই কাজ করছে।

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।