ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে মাদকাসক্তির পরিমাণ ২৫ শতাংশ বৃদ্ধি
(last modified Wed, 14 Aug 2024 09:10:04 GMT )
আগস্ট ১৪, ২০২৪ ১৫:১০ Asia/Dhaka
  • ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে মাদকাসক্তির পরিমাণ ২৫ শতাংশ বৃদ্ধি

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের মধ্যে মাদকদ্রব্যের ব্যবহার বেড়ে গেছে বলে ইসরাইলি হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।

এসব সূত্র বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান পরিচালিত হওয়ার পর ইহুদিবাদী সেনাদের মধ্যে মানসিক রোগ ও অস্থিরতা বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যে মাদকের ব্যবহার ভয়াবহভাবে বেড়ে গেছে।

বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে ফার্সি জানাচ্ছে, ইসরাইলের নেতানিয়া শহরের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক শাউল লরেন্ট এ সম্পর্কে বলেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলি নাগরিকদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ার মাত্রা বেড়ে গেছে। অনেকে চিকিৎসকের পরামর্শে এই ওষুধ সেবন করছেন আবার কেউ নিষিদ্ধ ড্রাগের দিকে ঝুঁকে পড়েছেন। অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছেন এবং জুয়া খেলে নিজেকে ব্যস্ত রাখছেন। মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য তাদের এই আচরণগুলো অত্যন্ত স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে।

শাউল লরেন্ট বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন:

মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রের একটি টিম ইসরাইলের বিভিন্ন শ্রেণির প্রায় ১০০০ মানুষের ওপর একটি জরিপ চালিয়েছে। ওই জরিপে দেখা গেছে, ইসরাইলি সমাজে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন ধরনের মাদকের প্রতি মানুষের আসক্তি শতকরা ২৫ ভাগ বেড়ে গেছে। অর্থাৎ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রতি চারজন ইসরাইলির মধ্যে একজন মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছে।

ইসরাইলের এই মানসিক চিকিৎসক আরো বলেন: গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ঘুমের ওষুধে ব্যবহার ২০২৩ সালের নভেম্বর মাসে ১৮০ শতাংশ এবং ডিসেম্বরে ৭০ শতাংশ বেড়ে যায়। যারা এসব ওষুধ কিনতেন তাদের বেশিরভাগই বলতেন, তাদের সন্তান গাজায় যুদ্ধ করতে গেছে এবং তারা টেনশানে ঘুমাতে পারছেন না।

‘ইউনি’ ছদ্মনামের এক ইহুদিবাদী তরুণকে গাজা যুদ্ধে যাওয়ার জন্য ডেকে পাঠিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু ব্যাপক মাদকাসক্তের কারণে তার যুদ্ধে গমন পিছিয়ে যায়।  ১৯ বছর বয়সি ওই ইহুদিবাদী তরুণ জানিয়েছে, করোনা ভাইরাসের প্রকোপের সময় থেকে মাদকে আসক্ত হয়ে পড়ি কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর আমার অবস্থার চরম অবনতি হয়।

গাজা উপত্যকায় যুদ্ধ করতে যাওয়া ইসরাইলি সেনা ইয়াশির মাটান বার্তা সংস্থা এএফপিকে বলেছে:

আমি মাদক গ্রহণের মাধ্যমে সবকিছু ভুলে থাকতে চাই। আমি জানি যে, এই যুদ্ধের কোনো ফলাফল নেই তারপরও বাধ্য হয়ে এতে অংশগ্রহণ করেছি।

সম্প্রতি তেল আবিব থেকে প্রকাশিত হিব্রু দৈনিক হারেতজ জানিয়েছে, ইসরাইলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৭ অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ৪০ শতাংশ ইসরাইলি মারাত্মক মানসিক সমস্যায় ভুগছেন। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ