ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের চতুর্থ পর্যায় শুরুর ঘোষণা দিয়েছে ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i150740-ইসরায়েলের_বিরুদ্ধে_নৌ_অবরোধের_চতুর্থ_পর্যায়_শুরুর_ঘোষণা_দিয়েছে_ইয়েমেন
পার্সটুডে - ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলকে হুমকি দিয়েছে যে গাজার সমর্থনে ইসরায়েলের ওপর আক্রমণ তীব্রতর হবে এবং তাদের ওপর অবরোধ আরও কঠোর করা হবে।
(last modified 2025-07-29T13:25:33+00:00 )
জুলাই ২৮, ২০২৫ ১৬:৩২ Asia/Dhaka
  • • ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল \
    • ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল \"ইয়াহিয়া সারি\"

পার্সটুডে - ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলকে হুমকি দিয়েছে যে গাজার সমর্থনে ইসরায়েলের ওপর আক্রমণ তীব্রতর হবে এবং তাদের ওপর অবরোধ আরও কঠোর করা হবে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল "ইয়াহিয়া সারি" এক বিবৃতিতে ঘোষণা করেছেন: "অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে, বিশেষ করে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে, গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেয়া হলে এবং আরব দেশগুলোর নীরবতার সুযোগে আকাশ, স্থল ও সমুদ্র পথে বোমা হামলায় গাজার নিরীহ মানুষ হত্যা বন্ধ না হলে ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের  হামলা ও অবরোধ অহত্যাহত থাকবে।

আল-মাসিরাহর উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও বলেছেন: "এর ভিত্তিতে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান তীব্রতর করার এবং তাদের ওপর নৌ অবরোধের চতুর্থ পর্যায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।"

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: “এই পর্যায়ে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলির সাথে সহযোগিতাকারী যেকোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে এবং তারা যে দেশেরই হোক না কেন।”

তিনি সতর্ক করে বলেন: “ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই বিবৃতি জারি হওয়ার মুহূর্ত থেকে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলির সাথে সহযোগিতা বন্ধ করার জন্য সমস্ত কোম্পানিকে সতর্ক করে দেয়া হলো। অন্যথায়, তাদের জাহাজগুলি আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতার মধ্যে রয়েছে এবং যেকোনো স্থানে তাদের ওপর হামলা করা হবে।”

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন: “ইয়েমেনি সশস্ত্র বাহিনী সমস্ত দেশকে ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছে, যদি তারা এই পর্যায়ের উত্তেজনা রোধ করতে চায়, তাহলে তাদের অবশ্যই আগ্রাসন বন্ধ করতে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে।”

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: "ইয়েমেনি সশস্ত্র বাহিনী যা করছে তা ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়নের বিরুদ্ধে আমাদের নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে করছে এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়ার পরই কেবল ইসরাইলের বিরুদ্ধে আমাদের সমস্ত সামরিক অভিযান বন্ধ করা হবে।"#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।