জেনেভায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার তারিখ ঘোষণা করল জাতিসংঘ
(last modified Tue, 14 Feb 2017 01:35:02 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০১৭ ০৭:৩৫ Asia/Dhaka
  • জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা
    জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা

জাতিসংঘ ঘোষণা করেছে, সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা আবার শুরু হতে যাচ্ছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরার দপ্তর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা মিস্তুরার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ২০ ফেব্রুয়ারি জেনেভায় পৌঁছাবেন। প্রাথমিক কথাবার্তা শেষে ২৩ ফেব্রুয়ারি মূল আলোচনা শুরু হবে।

জেনেভা আলোচনা এর আগে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সমন্বয়ের জন্য আরো বেশি সময় চাওয়ায় তা পিছিয়ে দেয়া হয়েছিল।

এরপর ডি মিস্তুরা গত সপ্তাহে সিরিয়ার বিদ্রোহীদের এই বলে সতর্ক করে দিয়েছিলেন, তারা যদি অবিলম্বে আলোচনা শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত পৌঁছাতে না পারে তাহলে তিনি নিজের মতো করে বিদ্রোহীদের প্রতিনিধি নির্বাচন করে তাদের নিয়ে আলোচনা শুরু করবেন।

এরপর বিদ্রোহীদের পক্ষ থেকে রোববার ২১ সদস্যের প্রতিনিধিদল ঘোষণা করা হয় এবং এর জের ধরে সোমবার ডি মিস্তুরার দপ্তর জেনেভা আলোচনার তারিখ ঘোষণা করে।

ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সংঘর্ষরত পক্ষগুলো গতমাসে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সরাসরি আলোচনায় বসে। মধ্যস্থতাকারী তিন দেশ সে সময় বলেছিল, ওই বৈঠক জেনেভা সম্মেলনের বিকল্প নয় বরং পরিপূরক। আস্তানা বৈঠকে দু’পক্ষ সিরিয়ায় যুদ্ধবিরতি সংহত করতে সম্মত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪

ট্যাগ