ইসরাইল সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করা হবে: সিরিয়া
(last modified Sat, 21 Oct 2017 12:06:04 GMT )
অক্টোবর ২১, ২০১৭ ১৮:০৬ Asia/Dhaka
  • ইসরাইল সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করা হবে: সিরিয়া

ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার কুনিত্রা এলাকায় সরকারি বাহিনীর সামরিক অবস্থানে ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এ ঘোষণা দিয়েছে দামেস্ক।

আরবি টিভি চ্যানেল আল-আলম জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে কুুনিত্রার আল-বাথ শহরে সরকারি বাহিনী জাবহাত আন নুসরা সন্ত্রাসীদের হামলা প্রতিহত করার পর ওই শহরে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এর মাধ্যমে ইসরাইল ওই সন্ত্রাসী গোষ্ঠীর মনোবল অটুট রাখার চেষ্টা করেছে।   

সিরিয়ার সেনাবাহিনীর কয়েকজন সদস্য

সিরিয়ার সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইসরাইলি আগ্রাসনের পরিণতির বিষয়ে সতর্ক করে বলেছে, ইসরাইল সংশ্লিষ্ট সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা হবে। 

ইহুদিবাদী ইসরাইলের জঙ্গি বিমানগুলো গতকাল (শুক্রবার) কুনিত্রার কয়েকটি আবাসিক ভবন ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে কয়েকজন সিরিয় নাগরিক শহীদ হয়েছে।

এই আগ্রাসনের মধ্যদিয়ে আবারও ইসরাইলের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত আন-নুসরা গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি স্পষ্ট হয়েছে। জাবহাত আন নুসরা-কে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় স্থান দেওয়া হয়েছে।#  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১

ট্যাগ