মিশরে মসজিদে হামলার ঘটনায় প্রত্যেক ফিলিস্তিনি ব্যথিত: ইসমাইল হানিয়া
(last modified Sat, 25 Nov 2017 11:01:32 GMT )
নভেম্বর ২৫, ২০১৭ ১৭:০১ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া মিশরের মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মসজিদে হামলার মাধ্যমে বিশ্বের সব মুসলমানের মনে আঘাত দেওয়া হয়েছে।

তিনি মিশরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোপের সময় এ কথা বলেন। ইসমাইল হানিয়া আরও বলেছেন, মসজিদে হামলার মাধ্যমে নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। এজন্য প্রত্যেক ফিলিস্তিনিই ব্যথিত হয়েছে। তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন।

রাফাহ ক্রসিং পয়েন্ট

এদিকে, সিনাই অঞ্চলে মসজিদে হামলার কারণে রাফাহ ক্রসিং আজ থেকে খুলে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মিশর সরকার। আজ (শনিবার) থেকে তিন দিনের জন্য রাফাহ ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা পিছিয়ে গেছে। মিশরে অবস্থিত ফিলিস্তিন দূতাবাস এসব তথ্য জানিয়েছে। 

গতকাল (শুক্রবার) মিশরের সিনাইয়ের একটি জনাকীর্ণ মসজিদে সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ ও গুলিতে কমপক্ষে ২৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৩০ জন আহত হয়েছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫ 

ট্যাগ