ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছি: লেবাননের প্রেসিডেন্ট
-
মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইসরাইলের আগ্রাসন মোকাবেলা করা হবে। গতরাতে বৈরুতে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড সেটারফিল্ডের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় লেবাননের জাতীয় প্রতিরক্ষা উচ্চ পরিষদের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেন।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট আউন মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, স্থলে ও পানিতে ইসরাইলের যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, "আমরা আশা করছি কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরও সেনাবাহিনীকে আগ্রাসন মোকাবেলার নির্দেশ দিয়ে রেখেছি।"
সম্প্রতি লেবানন সীমান্তে ইসরাইলের দেওয়াল নির্মাণ এবং সাগরের পানি সীমায় তেল উত্তোলন ইস্যুতে বৈরুত ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
হিজবুল্লাহ ঘোষণা করেছে, লেবাননের পানি সীমায় তেল ও গ্যাস স্থাপনার কোনো ক্ষতি করা হলে ইসরাইলের সব তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানা হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯