মার্কিন সিদ্ধান্তের বিরুদ্ধে জেগে উঠুন: মুসলিম স্কলার্স ইউনিয়ন
https://parstoday.ir/bn/news/west_asia-i53591
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণার বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। কাতারভিত্তিক সংগঠনটি বলেছে, মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ও সরকারগুলোর এখনই জেগে উঠতে হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ০১:১৬ Asia/Dhaka
  • আলী আল-কারাদাগি
    আলী আল-কারাদাগি

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণার বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ইউনিয়ন অব মুসলিম স্কলার্স। কাতারভিত্তিক সংগঠনটি বলেছে, মার্কিন এ সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ ও সরকারগুলোর এখনই জেগে উঠতে হবে।

আন্তর্জাতিক ইউনিয়িন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলী আল-কারাদাগি রোববার এক বিবৃতিতে বলেছেন, “আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা ফিলিস্তিনি, আরব ও মুসলিম বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, “বায়তুল মুকাদ্দাস হচ্ছে আমাদের মুসলমানদের এবং একে ভুলে যাওয়া কিংবা এর মর্যাদা বদলে দেয়া হবে সমস্ত মুসলমানের জন্য অপমানের।”

তেল আবিবে মার্কিন দূতাবাস

আলী আল-কারাদাগি আরো বলেন, তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়ে আমেরিকা মূলত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এটা ফিলিস্তিনে দখলদারিত্ব বৈধ করার পদক্ষেপ।

এর আগে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে একে মুসলমান ও আরবদের বিরুদ্ধে উসকানি বলে অভিহিত করেছে। গত শুক্রবার মার্কিন সরকার জানিয়ছে, আগামী মে মাসে তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়া হবে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫