ইসরাইলি বিমানের রাশ টেনে ধরেছে রাশিয়া
-
রাশিয়ার আইএল-২০ গোয়েন্দা বিমান
সিরিয়ার আকাশে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানের রাশ টেনে ধরেছে রাশিয়া। ইসরাইলের প্রভাবশালী পত্রিকা দৈনিক হারেৎজ জানিয়েছে, সিরিয়ার উত্তর সীমান্তে কাছে ইসরাইলি বিমানের বিষয়ে রাশিয়া আরো শক্তিশালী অবস্থান নিচ্ছে।
পত্রিকাটি রুশ আচরণের বিষয়কে আইএল-২০ গোয়েন্দা বিমান ধ্বংসের জবাব বলে ব্যাখ্যা করছে। গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার আকাশে ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে রুশ বিমানটি বিধ্স্ত হয়।
হারেৎজ বলেছে, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পর ইসরাইলি বিমানের তৎপরতায় নানা রকমের পরিবর্তন এসেছে। এছাড়া, সিরিয়ার ওপর হামলার বিষয়ে হট লাইনের মাধ্যমে রাশিয়া যে বাড়তি ব্যাখ্যা দাবি করছে তার অর্থ হচ্ছে দু পক্ষের মধ্যে বিমান সংঘর্ষ ঠেকাতে চাইছে মস্কো।

রুশ বিমান ধ্বংসের পর সিরিয়াকে অত্যাধুনিক এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে রাশিয়া। তবে ইসরাইল বলে আসছে তারা বিমান হামলা অব্যাহত রাখবে। কিন্তু এস-৩০০ মোতায়েনের পর এ পর্যন্ত ইসরাইল সিরিয়ার ভেতরে কোনো বিমান হামলা করে নি। রাশিয়ার ইজভেস্তিয়া পত্রিকা গত সপ্তাহে বলেছে, মস্কো সিরিয়াকে উন্নতমানের এস-৩০০ ব্যবস্থা দিয়েছে যাতে সর্বোচ্চ পর্যায়ের শক্তিশালী রাডার ও শত্রু বিমান চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২২