ডাচ হামলায় বহু ইরাকি নিহত হয়েছিল
-
ডাচ বিমান
২০১৫ সালে ইরাকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে নেদারল্যান্ডের বিমান বাহিনী অভিযান চালায় এবং তাতে অন্তত ৭০ জন নিহত হয় যার মধ্যে বহু বেসামরিক নাগরিক ছিল। গতকাল (সোমবার) সংসদে দেয়া এক চিঠিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আনা বিজলেভেল্দ শাওটেন একথা স্বীকার করেছেন। তিনি জানান, মার্কিন নেতৃত্বাধীন ওই অভিযানে নেদারল্যান্ডের একটি এফ-১৬ জঙ্গিবিমান অংশ নিয়েছিল।
অভিযান চলাকালে কিরকুক শহরের হাবিজা এলাকায় বোমা ফেলানো হয় এবং তাতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছিল। আনা বিজলেভেল্দ দাবি করেন, বিমান হামলায় বেসামরিক লোকজনের পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন সদস্য নিহত হয়েছিল। দাস প্রতিরক্ষামন্ত্রী বলেন, যে ভবনে বিমান হামলা চালানো হয়েছিল তাতে বিস্ফোরক থাকার কারণে বিস্ফোরণ হয়েছিল ধারণার বাইরে এবং হতাহতের ঘটনাও বেশি ঘটেছিল। আনা বিজলেভেল্দ বলেন, যে ভবনে হামলা চালানো হয়েছিল সেটি ছিল একটি কারখানা এবং ধারণাও করেন নি সেখানে বেসামরিক লোকজন ছিল।
২০১৫ সালে যখন ওই হামলা হয়েছিল তখন দাবি করা হয়েছিল, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অস্ত্র ও বিস্ফোরকের গুদাম ছিল ওই ভবন। হামলার পর এই প্রথম ডাচ সরকার আনুষ্ঠানিকভাবে বেসামরিক নাগরিক হত্যার কথা স্বীকার করলো।#
পার্সটুডে/এসআইবি/৫